পাতা:গোপাল কামিনী.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У a গোপাঙ্গ কামিনী । পুস্তক দেখিলে অনায়াসেই পড়িতে পারিত। এক দিন আমি তাহাদিগকে পরীক্ষা করিয়া দেখিলাম, অন্য অন্য বালক অপেক্ষ তাহাঁদের শিক্ষা ভালৰূপে হুইয়াছে। তাহাতে বোধ হইল যে উহারা রীতিমত লেখা পড়া শিখিলে অনায়াসেই পণ্ডিত ও পণ্ডিতা হইতে পারিবেক । w নিতাই একে নিধন তাহাতে আবার বিদnরসে বঞ্চিত ছিল, সুতরাং তাহার সন্তানদিগের শিক্ষা দান বিষয়ে আনুকুল করিবার সম্ভাবনাই ছিল না। আমাদের তখন অতি দুঃসময়, নংিলে আমরাও কিঞ্চিৎ ব্যয় করিয়া তাহদিগকে শিক্ষা দিতে জুটি করিতাম না । নিতাইও যদি তাহাদিগকে বরাবর এখানে যালয় আসা করিতে এবং পাঠশালার পড়াদের লেখা পড়া কেবল দেখিতে শুনিতে দিত, তাহা হইলেও তাঙ্কাদিগকে কাহারো আঁটিবার সাধJ থাকিত না kসে তাহা না করিয়া, তাহারা একটু বড় হইতে হইতেই তাহাদিগকে বাজার