পাতা:গোপাল কামিনী.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృషి গোপাল কামিনী । দেশান্তরে গিয়া আপনাদের ভরণ পোষণের চেষ্টা আপনারা দেখিলেই ভাল হয় । এই ৰূপে পরামর্শ স্থির হইলে পর, গোপাল কামিনীকে কহিল, ... ভগিনি কামিনি! তবে আইস আমরা দুই জনে পিতা মাতার কাছ থেকে বিদায় লইয়া কোন স্থানে যাই। অমাদের জন্য তাহাদিগকে এখন পর্যন্তও যাঁহার পর নাই ক্লেশ করিতে হইতেছে ; হাত পা থাকিতে আর পিতা মাতার এত দুঃখ দেখা যায় না। এত দিন আমরা অপারক ছিলাম, কোন উপায় করিতে পারি নাই ; এখন আর নিশ্চিন্ত থাকা কোন মতেই ভাল দেখায় না” । কামিনী কহিল, “ দাদা! তুমি ভাল বলিতেজ, আমার এ কথা মনে ধরিতেছে ; কিন্তু ভাই ! আগে থাকিতে একটা কথা বলিয়া রাখি, সাবধান যেন আমাকে কোন মতে ছাড়িয়া যাইও না, তোমাকে না দেখিলে অামি এখানে কখন থাকিতে পারিব না।