পাতা:গোপাল কামিনী.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । е রাত্রিকালে বিশ্রাম করিবার এবং নিদ্রা যাইবার জন্য , কাহারও আশ্রয়ে বা পান্থশালায় অবস্থিতি করিব। কিন্তু শঙ্কা এই যে আমরা একান্ত নিঃসম্বল ; পাছে কাহারে নিকট ভিক্ষা করিয়া প্ৰাণ ধারণ করিতে হয়, তাহা হইলে বড় লজ্জার বিষয়। মনেই এই স্থির করিইছি, পথে ২ কাহারো কিছু কৰ্ম্ম কাজ করিয়া তাহাদের নিকট হইতে যাহা পাইব তাঙ্কার অবলম্বনে দিনপাত করিতে ২ গমন করিব” । গোপালের কথা শুনিয়া কামিনী কহিতে লাগিল দাদা! তুমি বালককালাবধি কখনত কোন কৰ্ম্ম করিতে শিখ নাই, এখন সঙ্কস তুমি কি কৰ্ম্ম করিতে পারবে?” গোপাল কহিল “ কেন আমিত বাটতে প্রতিদিন গৰুর গোয়াল মজনা করিয়া থাকি, হাট বাজার করিতে জানি, গান করিতে পারি, এবং বাবা যেমন করিয়া লোকের ঘর ছান, তাইও দেখিয়াছি, বোধ হয় চেষ্টা করিলে তাহাও একপ্রকার করিতে পারিব”। ॐ १