পাতা:গোপাল কামিনী.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । X 3 বিলক্ষণ সন্মত আছে । এক্ষণে আপনার অনুমতি করিলে রাত্রি প্রভাতে আমরা দুই ভাই বোনে কলিকাতায় গমন করি । নিতাই ঘোষ গোপালের কথা শুনিয়া সাতিশয় খেদ প্রকাশ করত কহিতে লাগিল, * বাছা গোপাল !" তোর কথা শুনিয়া যে আমার কৃৎকম্প হইতেছে। হারে! তোরাও কি আমাদিগকে ফেলিয়া যাইতে চাহিস ? তোরদের বড় ভাইয়েরা ও ভগিনীরা বাটীহইতে গেলে পর আমরা যে কেবল তোরদের দুই, ভাই বোনের মুখ চাহিয়াই সংসার ঘন্ম করিতেছিলাম । এখন তোরা অামাদিগকে ছাড়িয়া গেলে ত আমাদের এখানে বাস করা কঠিন হুইবেক । গোপালের মা তৎকালে ক্ষিপ্তের ন্যায় কহিয়া উঠিল, “ কি বলিলে বাবা গোপাল! তুমি আমাদিগকে ছাড়িয়া যাইবে, আবার কামিনীকেও সমভিব্যাহারে করিয়া লইয়া যাইবে ; তবে আর কাহাকে লইয়া আমাদের সংসার ধৰ্ম্ম এবং কি জন্যই ৰ N A