পাতা:গোপাল কামিনী.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>br গোপাল কামিনী । এত ক্লেশ সহ করিয়া এখানে থাকা! বিধাতার মনে কি এই ছিল যে, আমাকে আট সন্তানের মা করিয়া অামার নিকট মা বলিতে একটি সন্তানও গৃহে রাথিবেন না”! ! এই বলিয়া গোপালের মাতা ক্ৰন্দন করিতে ২ কামিনীকে ক্রোড়ে ফরিয়া এবং বার ২ তাহার মুখ চুম্বন করিয়া কহিতে লাগিল, “হারে মা কামিনি! তুমি কি তোমার দাদার সঙ্গে কলিকাতায় যাইতে চাও? তুমি এবং তোমার দাদা দুইজনে গেলে আমাকে ম৷ বলিয়া কে ডাকিবে বল দেখি ! তোমার দাদা বেটা ছেলে, এজন্য কলিকাতায় গিয়া কৰ্ম্ম কাজ শিখিতে এবং দুপণ উপার্জন করিতে চাহিতেছে, কিন্তু তুমি বাছা মেয়ে হইয়া কেমন করিয়া বিদেশ যাইতে চাহিলে বল দেখি । তোমাকে ত আমি কখন তোমার দাদার সঙ্গে যাইতে দিব না। ইহাতে বাছা তুমি আমাকে ভালই বল আর মন্দই বল” । । 4. কামিনী অতি বিনয়পূর্বক কহিতে লাগিল