পাতা:গোপাল কামিনী.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

གརི 8 গোপাল কামিনী । এসব জাল যন্ত্রণা হইতে এড়ায়"। ওদিকে বাটীর ভিতর গোপালের মা ছেলেটি ও মেয়েটিকে দিন কাটানের মত ভোজনাদি করাইয়া পুস্তুত করিল, এবং দিনেক দুদিনের উপযুক্ত যৎকিঞ্চিৎ খাদ দুব একখানি বস্ত্রখণ্ডে বাধিয়া তাহাদের পরিধেয় বস্ত্রাদির সঙ্গে একটি পোটল করিয়া দিল। তখন গোপাল মার্তৃ চরণে প্ৰণাম করিয়া পিসী ও পিসতুত ভগিনীদিগের নিকট পুতিপূর্বক বিদায় লইয়া পু স্থানে উন্মুখ হইলে পর, কামিনী সজলনয়নে দুহাত দিয়া মায়ের গলাটি ধরিয়া গদম্বরে কহিতে লাগিল, “মা! তুমি আমাদের জন্য কিছু ভাবনা করিও না, আমরা অবিলম্বে ফিরিয়া আসিব” । এইৰূপে একে ২ পিসী প্রভৃতিদের নিকটে হইতেও বিদায় লইল । অনন্তর গোপাল ও কামিনী জননী প্রভৃতির সকলের সঙ্গে বাহিরে আগমন করিল, এবং দুই ভাই বোনেতে গিয়া পিতার চরণে পণাম করিল। নিতাই ঘোষ তখন সাতিশয় শোকা