পাতা:গোপাল কামিনী.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । *५¢ বেগে জড়প্রায় হইয়াছিল, একারণ তাহাদিগকে কিছু বলিয়া কক্লিয়া দিতেও সমর্থ হইল না ; dN كيم কেবল অনেকক্ষণ পর্যন্ত তাহাদিগকে আলিঙ্গন করিয়া প্রবাহিত নয়নবারিতে সৰ্বাঙ্গ অভিষিক্ত করিতে লাগিল । গোপাল ও কামিনী পিতাকে অনেক প্ৰবোধ বাক্যে সান্থনা করিয়া বধিরপ্রায় বৃদ্ধ পিতামহীর নিকটে গিয়া উচ্চৈঃস্বরে কহিতে লাগিল, “ ঠাঙ্গর মা! প্ৰণাম করি, আশীৰ্বাদ কৰুন, যেন ত্বরায় কোন উপায়ে কিছু অর্থ সংগ্ৰহ করিয়া তোমাদের দুঃখ দুর করিতে সমর্থ হই” । - নাতি ও নাতিনীর বাক্য সকল পঞ্চাবুড়ীর কর্ণঙ্গহরে প্রবিষ্ট হইবামাত্র, সে তৎক্ষণাৎ তাহাদিগকে কোলে বসাইয মুখচুম্বন পূর্বক কহিতে লাগিল, “দেখ বাছা সকল ! তোমরা যে জন্য বিদেশে চলিলে, তাহার ভাল উপায় যাহাতে হয়, তাহার সদুপদেশ কহিয়া দি শুন। এই যে পৃথিবী ইহা মনুষের পরীক্ষার স্থল, ইহাতে তোমরা অতি সাবধানে থাকিবে । আপনাদের