পাতা:গোপাল কামিনী.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । *、ぬ দেখি? পথিকেরা কহিতেছে, আর ক্রোশ খানিক না গেলে বাদকুল্লা গ্রামের শরাই যা ওয়া যাইতে পারে না । অতএব সম্মুখে রাস্তার ধারে যে পুকুর দেখা যাইতেছে, চল আমরা ওখানে গিয়া মুখ, হাত পা ধুইয়৷ অল্পে ২ বাদকুল্লার চটাতে যাই। সেখানে গিয়া আজি নয় থাকাই যাইবেক, কালি তখন প্রাতে উঠিয়া যাইব”। কামিনী অগত্য গোপালের পরামশে সম্মত হইলে পর, উভয়ে সেই পুকুরে নামিয়া হস্ত পাদদি প্রক্ষালন পূর্বক কিঞ্চিৎ শ্রান্তি দুর করিল। পরে তথশহইতে পথিকদিগকে জিজ্ঞাসা করিতে ২ বাদকুল্লার পান্থশালায় গিয়া উপস্থিত হইল, এবং আপনারা যাহা কিছু সঙ্গে লইয়া গুিয়াছিল, তাহা আহার করিয়া তথায় সেই রাত্রি টি যাপন করিল। দৈবাৎ সে দিন সেই শরাইতে কতকগুলি ভদ্রলোক উপস্থিত ছিলেন, তাহারা উহাদের শুকপক্ষীর বাকপটুতা শুনিয়া এবং তাহাদিগকে সরল ও সাধুস্বভাব 零t ○