পাতা:গোপাল কামিনী.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\98 গোপাল কামিনী । করায় কোন আবশ্যক নাই। অন্য প্রকার কোন উপযুক্ত কৰ্ম্ম কাৰ্য্য করিলে যদি কিঞ্চিৎ মিলাইতে পারি, তাহারি চেষ্টা দেখা যাউক”। এই কথা বলিয়া সে মনে ২ ভাবিতে লাগিল, যে, আপাততঃ এখানে এমন কি কৰ্ম্ম আছে যে তাহা করিলে লোকে আমাদিগকে কিছু বেতন দিতে পারে, গ্রামের ভিতর হইলেও বরং সম্ভব হইত; অতএব তথায় গিয়া কোন চেষ্টা দেখা যাউক মনে ২ এই যুক্তি স্থির করিয়াসে কামিনীকে কছিল, “ কামিনি! অামি শুনিয়াছি এই রাণাঘাটে কয়েক জন ধনবান ব্যক্তি আছেন। চলনা কেন আমরা তাহীদের বাটতে যাই, এবং যদি কোন কৰ্ম্ম করিতে পাই তাহার সন্ধান করি” । কামিনী গোপালের এই কথা শুনিয়া তখনি সন্মত হইল । - বাছ খ্রদত্ত! গোপাল ও কামিনী এ কেশে পড়িয়াও কাহারে নিকট যাচ্ঞা করিতে প্রবৃত্ত হয় নাই। কারণ যাচ্ঞা করাতে তারাদের একান্ত হেয়জান ছিল । না হইবে কেন,