পাতা:গোপাল কামিনী.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । \రిమ్స নিকট থেকে একটি মাধূলি আনিয়া তাহদিগকে ੋ করিল । ধুলি গোপাল ও কামিনীর বয়সের মধ্যে কখন এত উপার্জন করা হয় নাই, এখন তাহার এক উদ্যমে আট আনা হাতে পাইয়া যাহার পর নাই সন্তুষ্ট হইল । ঐ সময়ে গোপাল কামিনীকে কহিল - ভগিনি কামিনি ! দেখিলে, কাজ কৰ্ম্ম করিতে শিখার কত গুণ ! যাহাহউক ঈশ্বরের ইচ্ছায় আট আনা হাত লাগিল, দিন কতকের দায়ে নিশ্চিন্ত হইলাম ; এখন তুমি ইহা লইয়া রাখ ; সহজে ইহা খরচ করা হইবে না। কি জানি, যদি দৈবাৎ কখন ইহা হইতেও অধিক বিপদে পড়িতে হয়, তাহা হইলে ইহার দ্বারা অনেক উপকার দর্শিতে পারিবেক । তোমার কি মনে নাই, কামিনি! আমরা পাঠশালাতে গুৰু মহাশয়ের মুখে শুনিতাম, তিনি পড়ুয়াদিগকে চাণকের শ্লোক পড়াইবার সময়ে একটার অর্থ বলিতেন যে ** ভাবি বিপদের জন্য কিঞ্চিৎ ২ ধন সঞ্চয় করা অবশ্য কৰ্ত্তব্য’। এই ধ ২