পাতা:গোপাল কামিনী.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । 8 Y উপস্থিা হইলে তাহারা দুজনে ঐ চটিতেই আহারাদি করিয়া শুইয়া রহিল । পর দিন প্রাতঃকালে গোপাল ও কামিনী ” উঠিয়া তথাহইতে বাঁকই গ্রামের আড়ভায় গিয়া উত্তীর্ণ হইলু । সে দিন ক্রোশ চারি পথ চলিয়া তাহাদের বড় পরিশ্রম হয় নাই, এবং তাহাদের মনটাও প্রসন্ন আছে, সুতরাং তাহারা সেখানে আহারাদি করিয়া বিকাল বেলায় সেই পাখী লইয়া গ্রাম দেখিতে বাহির হইল। গ্রামস্থ লোকেরা পাখীটির গুণ দেখিয়া সন্তোষ পূর্বক তাহাদিগকে কিঞ্চিৎ২ প্রদান করিলেন । এইৰূপে গোপাল ও কামিনী তদিবস দশ দ্বাদশ আনা উপার্জন করিয়া বাৰুই গ্রামের এক দোকানেই অবস্থিতি করে। ছু পর,দিবস প্রাতঃকালে উঠিয় তাহারা দুই ভাই ভগিনীতে আবার পথ চলিতে আরম্ভ করিল, এবং চারি ছয় দণ্ড বেলার সময়ে জাগুলিয়ার এক গৃহস্থের বাটতে গিয়া জল থাইতে উপস্থিত হয়, এবং তাহাদের অনুরোধে স্বান ও H උ