পাতা:গোপাল কামিনী.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 গোপাল কামিনী । কিছু না কিছু অর্থ আছে, তাহার সংশয় নাই। সেই দুরাত্মা এই প্রকার বিবেচনা করিয়া গোপাল ও কামিনীকে শয়িত ও অনতিবিলম্বে নিদ্রিত দেখিয়া তাছাদের সমীপস্থ প্রাপ্ত টাকা কড়ি প্রভৃতি পরিধেয় বস্তু পর্যন্ত যথা সৰ্বৰ্ষ চৌর্য্যদ্বারা হস্তগত করিয়া পুস্থান করিল। প্রাতঃকালে তাহারা গাত্ৰোথান করিয়া দেখে যে বস্ত্রাদির পোটলী ও টাকা কড়ি কিছুই নাই। ইহাতে তাহারা নিতান্ত খিদ্যমান হইয়া চেকীদারকে ডাকিয়া কছিল, কিন্তু তাহাতে গোলমাল ব্যতীত কোন ফলই দর্শিল না। অবশেষে তাহাদিগকে যাহার পর নাই মনঃক্ষুণ্ণ ও নিৰুপায় হইয়া তথাহইতে প্ৰস্থান করিতে হইল । : এইৰূপে অনর্থক চুরির গোলযোগ করি " তে ২ বারাসতের চটিতেই তাহাদের চারি ছয় দণ্ড বেলা হয়। পরে দুটি ভাই বোনে সেই শুকের পিঞ্জরটি লইয়া পুনৰ্বার চলিতে আরম্ভ করে। কামিনী, গোপালের মনঃ নিতান্ত ক্ষুণ্ণ