পাতা:গোপাল কামিনী.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । 8 G. দেখি৷ পুবোধ দিবার ছলে তাহাকে কহিতে লাগিল; ‘দাদা! তুমি এবিষয়ে উদ্বিগ্ন হইয়া দুঃখ বোধ করিও না। মনে উদ্বেগ থাকিলে সাহসের ব্যাঘাত জন্মে ৷ সাহস না হইলে উৎসাহ জন্মে না । উৎসাহ নহিলে কেহ কোন কৰ্ম্ম করিবার উদ্যম করিতে সমর্থ হয় না এবং বিনা উদ্যমে কদাচ কেহ শ্রীর মুখ সন্দর্শন করিবার যোগ্য হয় না। অতএব সকল অনর্থের मूल উদ্বেগকে আপনার मनम्इड्रेड़ দূর কর, এবং কি প্রকারে আপনাদের নির্বাহ করিবে তাহার উপায় ভাবিতে থাক” । গোপাল, কামিনীর কথা শুনিয়া ঈষৎ সহাস্য বদনে কহিতে লাগিল, “ কামিনি ! আমি দ্রব্য নাশের নিমিত্ত উদ্বিগ্ন হইতেছি না, যে তাহদ্বারা আমার সাহস, উৎসাহ, উদ্যম পুভূতির কোন ব্যাঘাত জন্সিবেক। তবে আপাততঃ আমার মনে এই ভাবনা হইতেছে, খানিক গেণেই দমদমায় পহুছিব ; সেখানে গিয়া আহার জাদির কি উপায় করি? কিছুমাত্র