পাতা:গোপাল কামিনী.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 。 গোপাল কামিনী । সম্বল নাই, যে তদুপলক্ষে ক্ষুধা ও পিপাসা নিবৃত্তি করিয়া সুস্থ হইতে পারা যায়। ক্ষুদ্ৰা তৃষ্ণার জ্বালা থাকিতে কাহারো কোন কাজ কৰ্ম্ম করিবার চেষ্টা করাই দুর্ঘট হইবেক । ফলে আগ্নে কিছু খাইয়া শান্তি দূর না করিলে কিছুই হইবেক না । যাহা হউক চলাত যাউক, সেখানে গিয়া যেমন ২ ঘটনা হয় তাহাই হইবে, ভাবিয়া চিন্তিয়া কি করিতে পারি। আমরা আসিবার সময়ে ত বাটহইতে কিছুমাত্র পাথেয় আনি নাই, পথে পথেই উপাজন হুইয়াছিল পথে পথেই গিয়াছে। এখনও আবার সেই প্রকার নির্বাহ হইবেক । এই সমস্ত কথোপকথন করিতে ২ গোপাল ও কামিনী किष्ट्र जबच्न হুইয়া পথ চলিতে লাগিল ; এবং গুহর দেড়েক বেলা হইতে না হইতে দমদমায় গিয়া উপস্থিত হইল দিবস দুই তিন পূর্বে তথাকার এক গৃহস্থের গৃহে আমি লাগিয়া লোকের ঘর দ্বার হাট বাজার দোকান প্রভৃতি দগ্ধ হইয়া কিছুই ছিল না।