পাতা:গোপাল কামিনী.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । 8@ করিয়া সি কাৰ্যও সম্পন্ন করিয়া দিল । তাহতে সে তাহাদিগকে শ্রমের যথার্থ বেতন এবং এক ২ যোড়া নুতন বস্ত্র পারিতোষিক দান করে । তৎপরে দেখাদেখি আরো কয়েক জন তাহাদিগকে ভাকিয়া লইয়া যায়, এবং ঐ ৰূপ কৰ্ম্ম কাজ করাইয়া কিছুখ দেয়। এই ৰূপে গোপাল ও কামিনী দমদমায় ক্রমাগত ১০ ! ১২ দিন থাকিয়া লোকেরদের কৰ্ম্ম কাজ করিয়া অাহারাদির ব্যয় ছাড়া ১৬ টাকার স্থিতি করে । অনন্তর তাহারা উভয়ে পরামর্শ করিল যে, আমাদেরত এখন কতক দিনের জন্য কিছু সংগ্রহ করা হইল, চল এখন এখান থেকে কলিকাতায় যাই এবং সেখানে গিয়া উপায়াজনের চেষ্টা দেখি । এই ৰূপে পরামর্শ স্থির হইলে পর তাহার পর দিন প্রাতঃকালে গাত্ৰোত্থান করিয়া সকাল ২ স্বান ভোজন আদি সমাপন করিল। পরে বিশ্রামাদি করিয়া যখন যাইতে উদ্যত ইল, তখন বেল পুহুর খানিকমাত্র রহিয়াছে। একে বৈশাখ মাস, তাহাড়ে সে দিন মধ্যাকুক S.