পাতা:গোপাল কামিনী.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ల গোপাল কামিনী । লের পর এমনি নির্বাত হইয়া রহিয়াছিল ষে অশ্বথ গাছের পাতাটি পর্যন্তও নড়িতে দেখা যাইতেছিল না। বিশেষতঃ সূর্যও এক প্রকার মেঘাচ্ছন্নের মত হইয়াছিল। রৌদ্র না থাকাতে গোপাল ও কামিনীর বোধ হইল, এখন পথ চলার বড় সুবিধা হইবে। এই বিবেচনা করিয়া তাহারা দমদমা হইতে কলিকাতার অভি মুখে যাইতে লাগিল । ক্রোশৈক পাচ পোয়। পথ গিয়াছে এমত সময়ে বায়ুকোণ হইতে এক খান মেঘ উঠিয়া অদ্ধদণ্ডের মধ্যে দিঙাণ্ডলীকে তিমিরাচ্ছন্নের ন্যায় করিয়া ফেলিল। তখন পথিমধ্যে গোপাল ও কামিনী এমনি কুস্থানে আছে যে, তাহার কোন দিকে নিকটে জন মনু ষ্যের বসবাস নাই, আর আধিক্রোশ, তিনপোয়। পথ গেলে পর বেলগেছিয়ায় পহুছান যায়। এ দিকে দেখিতে ২ ঝড় উঠিল এবং চারিপাঁচ পলের মধ্যে রাজ পথের সমুদায় ধূলি উড়িয়া গগণমণ্ডলে ভূমণ্ডলের ন্যায় বোধ জন্মাইতে লাগিল। পরে ক্রমে ২, যেমন ঝড়ের