পাতা:গোপাল কামিনী.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২ গোপাল কামিনী । এই বলিতে ২ তাহারা দুই জন উদ্ধশ্বাসে পড়েত মরে এমনি করিয়া দৌড়িতে লাগিল । এই ৰূপে তাহারা ধাবমান হইয়া প্রায়ঃ এক পোয়া পথ গমন করিল, এবং সম্মুখে দেখিতে পাইল যে দ্রব্য সামগ্ৰী বোঝাই করা চারিখান গৰুর গাড়ি পথি মধ্যে সারি ২ রছিয়াছে, এবং শকটবানেরা তাহার গৰুগুলা খু লিয়া লইয়া কোথায় কোন লোকালয়ে গিয়া আশ্ৰয় লইয়াছে। গোপাল ও কামিনী গাড়ি কয়েকখানা দেখিবামাত্র পরমেশ্বরকে ধন্যবাদ দিতে লাগিল, এবং আপনাদিগকে পুনর্জাবিতের ন্যায় বোধ করিল। আপাততঃ তাহারাসেই শকটের তলে গিয়া বসিল বটে, কিন্তু তখন বৃষ্টি ও ঝটিকাদিদ্বারা তাহাদের শরীর এক কালে অম্পন্দ হইয়া পড়িয়াছিল। যাহা হউক, সেই সময়ে তাহাদের তাদৃশ আশ্রয় ও অট্টালিকা হইতে উত্তম বোধ হইল! কামিনী সেই সময়ে গোপালকে কহিল, দাদা! আসিবার সময়ে ঠাঙ্গরম না বলিয়া দিয়াছিলেন, যে “ বিপদের