পাতা:গোপাল কামিনী.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@ や 。 গোপাল কামিনী । শুইয়া পড়িল” । গোপাল অমনি তাড়াতাড়ি পিঞ্জরের দ্বার খুলিয়া তাহাকে বাহির করিল, এবং কাপড় দিয়া তাহার গাত্রের জল * চিয়া দিতে লাগিল। পরে তাহারা একে একে উহাকে হাতে করিয়া লইয়া এক হাত তাহার গায় বুলাইতেই “আত্মারাম! তুমি এত দিনের পর আমাদের নিকট হইতে চলিলে ? বলিয়া বার বার মুখচুম্বন পূর্বক সোহাগ করিতে লা: গিল । অবশেষে তাহার মমতা ত্যাগ করিয়া • তবে যাও স্বাধীন হইয়া ইতস্ততঃ চরিয়া বেড়াও, এবং সুমধুর ভাষণে লোকের মনোরজন করিতে থাক,” এই বলিয়া তাহাকে মুক্ত এবং তাহার খাচাটা লইয়া দূরে নিক্ষিপ্ত করিল। অনন্তর তাহারা দুই ভাই বোনে তথাহইতে পুস্থান করিয়া বাতাসে কাপড় শুকাইতেই পোয়। ভেড়ৈক পথ অস্তরে রাজ পথের অদূরে এক চীসার বাটীতে গিয়া উপস্থিত হইল। ঐ বাটার সম্মুখেই এক খান গোয়ালি ঘর ছিল, কামিনী তাহারই দ্বারে গিয়া অঞ্চল পাতিয়া শয়ন ক