পাতা:গোপাল কামিনী.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । \No\$ ইহাতে তাহারা পরিতুষ্ট হইয়া যাইবার সময়ে গোপালকে দুইটি টাকা পারিতোষিক দিতে মনস্থ করিয়া বলিলেন “ ওহে বাপু ! তোমার চর্ষ দেখিয়া ও পরিচর্য পাইয়া আমরা বড়ই পুীত হইলাম ; ইচ্ছা হইতেছে তোমাকে দুটি টাকা মিঠাই খাইতে দি ; কিন্তু আমাদের সঙ্গে টাকা নাই ; কেবল কয়েক খানি নোট রছিয়াছে। অতএব দশ টাকার এক , খানি নোট তোমাকে দিতেছি, তুমি ভাঙ্গাইয়া দুই টাকা আপনি লইয়া আটটি টাকা আমাদিগকে ফিরিয়া দাও”। এই বলিয়া তাহার। তৎক্ষণাৎ একখানি নোট বাহির করিয়া গোপীলের হস্তে দিলেন । গোপালের গুটিকত টাকা সঞ্চয় করা ছিল, ইহাতে সে সত্বরে বাসায় যাইয়া কামিনীর নিকট হইতে আটটি টাক চাহিয়া আনিয়া বাবুদিগকে দিলে পর, তাহার তখনি গাড়িতে চড়িয়া গমন করিলেন। অনস্তর গোপাল বাসায় ফিরিয়া যাইয়া কামিনীকে কছিল, “ ভগিনি! আজি পরমেশ্বরের ইচ্ছায় B &