পাতা:গোপাল কামিনী.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯ, 8 গোপাল কামিনী ৷ দুইটি টাকা লাভ হইল।এক্ষণে এ দশ টাকার নোট খানি তুলিয়া রাখ পরে ভাঙ্গিমা আন যাইবেক” । - গোপাল আহ্বাদে এতক্ষণ নোট খানির পুতি দৃষ্টিপাত করে নাই। এখন কামিনীর হাতে পড়িবামাত্র সে তাহার অঙ্ক পড়িয়া দেখিল যে, তাহা এক শত টাকার নোট। ইহাতে সে কহিল ** দাদা! এ নোট খানি ত দশটাকার নয়, এ যে একশত টাকার অঙ্ক দেখিতেছি । বোধ করি বাবুর বিস্মৃতিক্ৰমে দশটাকাবোধে এই এক শত টাকার নোট খানি দিয়া গিয়াছেন। এক্ষণে উপায় কি? তুমি ত তাহাদের নাম ধাম কিছুই জান না,কিৰূপে তাহারা ইহা প্রাপ্ত হইবেন?”। গোপাল এখন কামিনীর মুখ হইতে সেই কথা শুনিয়া • কই২ দেখি ২ দেও দেখি ” বলিয়া তাহা কামিনীর হস্ত হইতে গ্রহণ করিল ; এব• পড়িয়া দেখিল, যথার্থই একশত টাকার বেঙ্ক নোট বটে । ইহাতে সে ব্যগু হইয়া গাড়ী দেখিতে পাইবার অাশায় কতকদুর দেড় দৌড়ি