পাতা:গোপাল কামিনী.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o গোপাল কামিনী । টাকার লোভে কাজ নাই, কেঁচো খুলিতে ২ সাপ বাহির হইলে বড় বিপদ দূর হউক, ইহার হাতে নোট দিয়া এ জঞ্জাল বিদায় করি, ও ব্যক্তি যাহা জানে তাহা কৰুক ; মিছা মিছি বাহিরের লেট ঘরে আনার, আবশ্যক নাই” এই ৰূপ বিবেচনা করিয়া সে কছিল “ ভাই ! এই তুই নোট লইয়া যাহা জানিস্ তাহাই কর । য়্যারমামুদ এতক্ষণ তাহা লইবার জন্য গোলযোগ করিতেছিল, এখন সে দিতে চাহিতেছে তবু সে লইতে চাহিল না, বরং কছিল, * আমার দরকার নাই ; আমি পোলিসে যাইয়া ইহার এজাহার দিতেছি”। পোদার ভাবিল এ কি বিভ্ৰাট। এত বড় উৎপাত করিতে লাগিল, কিৰূপে ইহাকে বিদায় করিব । না হয় কিছু দিতে চাওয় যাউক, যদি তাহা হইলেও চলিয়া যায় তথাপি ভাল মনে ২ ইহ ভাবিয়া একটি সিকী দিতে চাহিলে, সে মহারাগত হইয়া “ কি! আমি কি-ঘুষ খোর, যে যুষ দিয়া আমার মুখবন্ধ করিতে