পাতা:গোপাল কামিনী.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&গাপাল কামিনী । * * লইয়া গমন করিল । থানার দারোগ পানাউল্লা সাহেব সন্ধ্যার সমবে থানার সমুখে এক চৌকীতে বসিয়া জমাদারের নিকট চেকীদার দিগের কৰ্ত্তব্য অকৰ্ত্তব্য বিষয়ে নিয়ম সকল কহিয়া দিতেছিলেন, এমত সময়ে য়্যারমামুদ গোপালকে লইয়া উপস্থিত হইল। দারোগ দৃষ্টি ভঙ্গী দ্বারা “বিষয় কি হে ?” বলিয়া জিজ্ঞাসা করিলে পর,য়্যারমামুদ সেলামের উপর সেলাম করিয়া কৃতাঞ্জলিপুটে নিবেদন করিল “মহাশয়। সে দিন যে বাবু যে নম্বরের খোয়া নোটের বিষয়ে হুজুরে দরখাস্ত করিয়া টেড়ি ফিরাইয়া দেন, সেই নোট শুদ্ধ আসামী আজি আমার হাতে গেরেপ্তার হইল । ইহা এর চোরী করা বটে, আমার নিকটে মানিয়াছে, আমিও রীতি মত চারি জন সাক্ষী রাখিয়া আসিয়াছি”। দারোগ গোপালকে জিজ্ঞাসা করিলেন, “ কেমন রে! এ নোট তুই কেমন করিয়া क्लो করিলি ? বল দেখি শুনি”। গোপাল কাদিতে ২ হত যোড় করিয়া যে সকল সত্য কথা তাছাই ● ●