পাতা:গোপাল কামিনী.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bro গোপাল কামিনী । দি, এবং নাভিতে ঘুরঘুরা রাখিয়া মাল চাপ দিয়া বাধিয়া রাখি। দেখি ইহার কত দুর পৰ্য্যন্ত দৌড়” । - সেই আদেশে এক জন বরকনদাজ তাহা অানিয়া উপস্থিত করিলে পর জমাদার যাহা বলিয়াছিল তাহাই করিল ; কিন্তু গোপালকে কোন ৰূপেই মিথ্যা কথা মুখে আনাইতে পারিল না। থানার লোকেরা যখন গোপালকে এই সকল ক্লেশ দিতে আরম্ভ করে, তখন তাহার মনে পড়িল, যে আসিবার সময়ে ঠাঙ্গরম না কহিয়া দিয়াছিলেন যে, কেবল সত্য কথা কহিবে, এবং বিপদকালে পরমেশ্বরকে ডা. কিবে"। তবে কেন এমন অপার বিপদসাগরে পড়িয়া তাহাকে ডাকিতে ভুলিয়া রহিয়াছি। আমি ত প্ৰাণ থাকিতে কদাচ মিথ্যা বলিতে পারিব না। ইহাতে যদি ইহার প্রাণও বধ করে সেও স্বীকার । আমার এখানে পিতা মাত ভাই বন্ধু কেহই নাই, কাহার নিকটে এ মনের বেদন জানাইব । কে বা এ বিপদ