পাতা:গোপাল কামিনী.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । þr- ; পুনৰ্বার কুটারের দ্বার রোধ করিয়া গোপাল কে তত্ত্ব করিবার জন্য বাগানের ফটকের সম্মুখে রাস্তার উপরি আসিয়া দাড়াইল । সম্মুখ অন্ধকার, লোক জন চিনিবার যে ছিল না । ইহাতে সে কাহাকেও দূরে আসিতে দেখিলে “ কে গু দাদা আসিতেছ গে৷ ” বলিয়া জিজ্ঞাসা করিতে লাগিল । দাদা কো থায়, যে সে উত্তর পাইবে ! সকলই অপর লোক, আপন ২ কাজ সারিয়া ঘরে চলিয়। যাইতেছে। কামিনী এইৰূপে দণ্ড দুই কাল রাস্তায় দাড়াইয়া রহিল, তথাপি কোন সন্ধান পাইল না । রাত্রি ক্রমে ২ অধিক হইলে পথিকদিগের যাতায়াতও কম হইল । অনেক ক্ষণ বিলম্বে দুই এক জন মাত্ৰ দেখিতে পাওয়া যায় নাও যায় এমত সময়ে, কামিনী অন্ধকারে তার একাকিনী পথি মধ্যে দণ্ডায়মান থাকিতে না পারিয়া পুনৰ্বার বাসাতে ফিরিয়া আইল । আইল বটে কিন্তু মনের উদ্বেগে ঘর খানি শ্মশানের মত ভয়ঙ্কর বোধ হইতে दर्भ