পাতা:গোবিন্দ দাসের করচা.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

cơ - গোবিন্দ দাসের করটা প্রভু বলে এই নদী পুণ্যতীর্থ হয়। এখানে করিলে স্নান পাপ হবে ক্ষয় ॥ প্রভুর আজ্ঞায় মুহি সিনান করিয়। নগরের মধ্যে যাই ভিক্ষীর লাগিয়া ॥ নারোজী ঠাকুর মোর পিছে পিছে যায়। ভিক্ষ করি ফিরিলাম অধিক বেলায় ॥ ক্রমে দুই চারিজন খণ্ডলা নিবাসী । প্রভুর নিয়ড়ে সব দেখাদিল আসি ॥ শুদ্ধমনে চারি ধারে বসিলা সকলে । কেহ বলে চল প্রভু আমার মহলে ॥ বড় আতিথেয় হয় যত খণ্ডলিয়া । টানাটানি করে সবে প্রভূরে লইয়া ॥ অবশেষে সকলে বিবাদ বাধাইল । খুনাখুনি করিবারে প্রস্তুত হইল । এক জন বলে মুহি আগে দেখিয়াছি। আর জন বলে আমি ভিক্ষণ আনিয়াছি ॥ এইরূপে বিবাদ করয়ে পরস্পরে। ভাব দেখি প্ৰভু মোর হাসিলা অস্তরে ॥ এক জন ধনী বলে আমার বাগানে। ভিক্ষণ দিব আজি গিয়া রহ সেই খানে ॥ পরিধানে বস্ত্র নাই একি বিড়ম্বন । একখানি বস্ত্র দিতে করেছি বাসনা ॥ যদি কিছু অর্থ চাহ পথের লাগিয়া । য। চাহিবে তাই দিব তখনি আনিয়া ॥ হাসিয়া কহেন প্রভু শুন মহারাজ। বিলাস বিভবে মোর নাহি কোন কাজ ॥ পরিধানে ছিন্ন বস্ত্র বহু করি মানি । কোন প্রয়োজন অর্থে নাহি এই জানি ॥ বিভবের সঙ্গে সঙ্গে বাড়ে অহঙ্কার । সেই অহঙ্কারে বাড়ে কলুষের ভার ॥ এই যে ব্ৰহ্মাও তুমি দেখিছ নয়নে। কোথায় চলিয়া যাবে ভাবি দেখ মনে ॥ বিলাস বিভূব সব বিলুপ্ত হইবে। কেবল ব্ৰহ্মাওপতি বিরাজ করিবে । ভিক্ষণ আনিয়াছে মোর সঙ্গী ফুইজন । ৯ অধিক ভিক্ষায় আর কিবা প্রয়োজন ॥ কোনরূপে দেহ রক্ষণ না করিলে নয় । তাই কোন দিন কিছু ভিক্ষা নিতে হয় ॥ তবে বহু খাদ্য লয়ে বল কি হইবে। দরিদ্র দুঃখীরে দেহ অভাব পূরিবে । প্রেমসহ হরি বল বসি বৃক্ষ-তলে। বন্ধন কাটিতে তবে পরিবে সকলে । মায়ার বন্ধনে থাকি কোন মুখ নাই । প্রেম ভক্তি সহ মুখে হরি বল ভাই ॥ ঈশ্বরের প্রেম ভক্তি রসেতে গঠন । ভক্তে জানে বিষামুতে একত্র মিলন ॥ কালস্থত্রে স্বর্গ ভোগ যেই কৃষ্ণ ভজে । বৈকুণ্ঠ নরক তার যেই কৃষ্ণ ত্যজে ॥ { এত বলি প্ৰভু মোর বাক্য না কহিল। নয়ন মুদিয়া হরি বলিতে লাগিল ॥ পুলকের ভরে জটা খসিয়া পড়িল । খুলে গেল বহির্বাস নাচিতে লাগিল ॥ প্রেমেতে বিভোর অঙ্গ ধূলায় ধূসর। কি কর প্রেমের কথা কহিতে বিস্তর ॥ হরিনাম করি রাত্রি বসিয়া কাটায়। কাছে বসি স্বেদবারি নারোজী মুছায় ॥ প্রভাতে উঠিয়া প্ৰভু নাসিক নগরে। চলিলা করিতে তীর্থ বিশুদ্ধ অস্তরে ॥

  • না,রাজী এবং গোবিন্দ ।

+ যে ব্যক্তি দৈব যোগে ( কাল সূত্রে ) কৃষ্ণকে छछनां कtब्र उहाँबई चर्ण cडांश इब्र, किड़ cष बाख्रि कुक्क ठाण करब्र cन तकूt% षोकिब्र ७ नब्रक ভোগ করে ।