পাতা:গোবিন্দ দাসের করচা.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ দাসের করচা ভিক্ষার লাগিয়া যুহি ফিরি ঘুরে দ্বারে। হেন বাক্য আর কছু নকহ আমারে। কৃঞ্চ কৃষ্ণৰল সদা বিশ্বাস করিয়া। ’ ককেতে বিশ্বাস কৃষ্ণ দিবে মিলাইয়া। ’ চিদানন্দ ঘন সেই পরাৎপর হরি। ভাব তার পাদপদ্ম ভবাৰ্ণবে তরি । প্রেমভক্তি সহ ভাব হরির চরণ । অবষ্ঠ তোমারে তিনি দিবেন দর্শন ॥ বড়ই দয়াল হরি ভক্ত জন প্রতি । চিন্তা কর র্তারে তিনি অগতির গতি । এত বলি ভৰ্গদেবে প্রভু পরশিল । অমনি ভর্গের দেহ পরিত্র হইল ॥ । জোড়হাতে দাড়াইয়া ভৰ্গদেব চায় । চরিতার্থ হয়ে শেষে লইল বিদায় । ভর্গসহ ছিল আর যতেক সন্ন্যাসী । প্রভুর সম্মুখে সবে দাড়াইল আসি ॥ একে একে প্রভুর চরণে প্ৰণমিল । মিষ্ট বাক্যে প্রভু সবে বিদায় করিল ॥ ভৰ্গদেব চলি গেলা দক্ষিণ বিভাগে । প্রভু নীলাচলে যাত্রা করে অনুরাগে ৷ মুহি রামানন্দ আর গোবিন্দ চরণ। নৰ্ম্মদার ধারে করি সেদিন যাপন ॥ পরদিন নৰ্ম্মদার ধারে ধারে যাই । দেহদ নগরে গিয়া সকলে পৌছাই ৷ কিছু আটা আনিলাম মুহি ভিক্ষা করি । রুটি করি ভোগ দেয় প্রভু গৌর হরি ॥ রজনী কাটাই মোরা দোহুদ নগরে । বৃক্ষতলে গোরাচাদ হরি ধ্বনি করে ॥ প্রভাতে উঠিয়া কুক্ষী নগরেতে যাই । অনেক বৈষ্ণব এথা দেখিবারে পাই ॥ যথা যাই তথা দেখি তুলসী কানন । গ্রাম্য লোক মাত্রে দেখি কৃষ্ণ পরায়ণ ॥ | i i 이어 সন্ধ্যাকালে সব লোক হরিধ্বনি করে। ইহা দেখি প্ৰভু মোর আনন্দে শহরে ৷ এই স্থানে থাকে এক দরিদ্র বাহ্মণ । তার ঘরে অাছে এক লক্ষ্মীজনাৰ্দ্দন । ভক্তি সহ পূজে বিপ্র লক্ষ্মীজনাৰ্দ্দনে । ইহ শুনি প্রভু যায় তাহার ভবনে ॥৪ আতিবিথি , করে বিপ্র প্রভূরে দেখিয়া । বহু অভ্যর্থনা করে অতিথি ভাবিয়া । বিপ্রবলে আমি হই দরিদ্র ব্রাহ্মণ । আমার ভবনে কেন কৈলা পদার্পণ ॥ সন্ন্যাসীর সেব। মুই করিপ কেমনে । ধৰ্ম্ম নষ্ট হৈল বুঝি আমার ভবনে ॥ প্রভু বলে কোন চিন্ত না কর ঠাকুর । যার স্বষ্টি তিনি পাদ্য দিবেন প্রচুর ॥ কণর জন্য কেবা ভাবে সকলি ত ভুল । সৰ্ব্বদা ভাবেন কৃষ্ণ শুন এষ্ট স্থল ॥ কৰ্ত্তা বলে পেতে দেই আমিহ সকলে । তবে কেন বন্ধুহীন খায় বৃক্ষ তলে ৷ বন মধ্যে ক্ষুদ্র কীটে কে দেয় অহার । তবে কেন বিপ্ৰ তুমি ভাব মিছে আর ॥ হেনকালে এক বৈশ্য ব্রাহ্মণের ঘরে । দুগ্ধ চিনি আট আনি যোগায় তাহারে ॥ বৈখ্য বলে শুন শুন ব্রাহ্মণ ঠাকুর । তোমার উপরে কৃপা হয়েছে প্রভুর ॥ স্বপ্নে দেখিয়াছি তব লক্ষ্মীজনাৰ্দ্দন। পায়স খাইতে চাহে আমার সদন ॥ নররূপে নারায়ণ তব গৃহে থাকে। স্বপ্নে নারায়ণ ইহা দেখালে আমাকে | গত রাত্রি যোগে ইহা দেখেছি স্বপনে। দুগ্ধ চিনি আনিয়াছি তাহার কারণে ॥ নারায়ণে দেহ বিপ্র পায়স রান্ধিয়া । এই কাও শুনি বিপ্র আকুল কান্দিয়া ॥

  • আতিবিধি-ব্যস্ততা প্রদর্শন।