পাতা:গোবিন্দ দাসের করচা.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գե- গোবিন্দ দাসের করচা বিপ্র বলে কোথা হৈতে আইল দুগ্ধ চিনি । প্রভু বলে নারায়ণ যোগায় আপনি ॥ বিপ্র বলে দুঃখী মুহি এ যে চমৎকার।. প্রভু বলে নারায়ণ * * * i বিপ্র বলে ভেবেছিছু তোমার লাগিয়া । প্রভু বলে নারায়ণ দিলা যোগাইলা ॥ প্রভুর বদনপানে বৈষ্ঠ তাকাইয়া। : কি দেখিছে বার বার অজ্ঞান श्हेब्र f বিপ্র বলে বৈশ্ব তুমি কি দেখিছ ভাই । বৈশ্য বলে ধন্ধ লাগিয়াছে তাই চাই | শুন অহে বিপ্রবর কি কব তোমারে। স্বপ্নে নররূপে মুহি দেখেছি ইহারে । এই কথা শুনি প্রন্থ বৈপ্তে কহে আর । মিছে কেন গণ্ডগোল কর বার বার ॥ " কারে দেখিয়াছ তুমি অলীক স্বপনে । . তবে কেন গণ্ডগোল কর অকারণে ॥ বৈশ্ব ভাই তুমি সাধু বড় ভাগ্যবান। তাই স্বপ্নে দেখা দিলা প্রভৃ ভগবান ॥ সামান্ত সন্ন্যাসী মুহি ভোজনের তরে। উপস্থিত হইয়াছি ব্রাহ্মণের ঘরে ॥ বিপ্র বলে ওকথায কিবা প্রয়োজন । অতিথির সেবা লাগি ভাবে নারায়ণ ॥ প্রভূরে ব্রাহ্মণ তবে বলিলা কান্দিয়া । আপনি লাগান ভোগ পায়াস রান্ধিয়া ॥ ঈষৎ হাসিয়া প্ৰভু পায়স রান্ধিল । নিকটে থাকিয়া বিপ্র টহল করিল ॥ প্রসাদ পাইল সবে আনন্দ করিয়া । নিজ হস্তে প্ৰভু দেন প্রসাদ বাটিয়া ॥ মহা মহোৎসব হৈল ব্রাহ্মণের ঘরে। পরদিন প্রাতে উঠি প্ৰভু যাত্রা করে ॥ যাত্রাকালে নিকটে আসিয়া বিপ্রবর। কাকুতি করিল কত জুড়ি দুটা কর। বিপ্রের নিকটে তবে লইয়া বিদায়।" বাহির হইল ன்ன்.ஐங் রায় । , ধতি দিয়াছিল - সেই বৈষ্ঠ কাঁইয়া। ধর্মিল প্রভূরে পথে পাছু পাছুগিয়া। ’ চকুণ রিয়া বৈশু কলিন্তে লাগিল। দয়াল চৈতন্ত তারে পূরিয়া তুলিল । প্রভু বলে সাধু ভূমি কি করুহ ভাই। বৈশ্ব বলে দয়া কর আমারে গোসাই ॥ ছাড়িবার নহি চিনিয়াছি আপনারে । পৃদধূলি দিয়া কৃপা করই আমারে। হাসিয়া চৈতন্য প্রভু শ্রবণে তাহার। স্বমধুর ইরিনাম দিলা একবার । তার পাপ ক্ষয় হৈল প্রভুর কৃপায়। সৰ্ব্বত্যাগী হয়ে তবে বৈশু চলি যায় ॥ প্রভুর কৃপায় বৈশ্য বিষয় ছাড়িয়া । “ তুলসী কানন করি রহে দূরে গিয়া । লোকের সহিত নাহি করে আলাপন । সদা ধ্যান করে কৃষ্ণ মুরলীবদন ॥ মুখে বলে ওহে হরি মোরে দয়া কর । কৃপা এপাপীর সব তাপ হর । কুটীরে বসিয় থাকে গৃহে নাহি যায়। হরি বলি দ্বীরে দ্বারে ভিক্ষা মেগে খায় ৷ বৈহুরে করিয়া কৃপা প্রভু বিশ্বম্ভর । চলিলা জঙ্গল দিয়া ছাড়িয়া নগর ॥ গভীর জঙ্গল ভাঙ্গি মোরা সবে যাই । দুদিন নগর গ্রাম দেখিতে ন পাই ॥ দুই দিন পরে যাই জঙ্গল ছাড়িয়া । অমঝোরা নগরেতে পৌছছাই গিয়া । ক্ষুধার জালায় মার ছটফট করি । নিৰ্ব্বিকার প্রভু মোর বলে হরি করি ॥


سس--

  • গীতি দিয়াছিল = গুপ্ত হইয়াছিল