পাতা:গোবিন্দ দাসের করচা.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা Øፃ তথায় তিন দিবস অবস্থান, তৎপর বগুলা নামক বনে পন্থভাল নামক দস্যকে উদ্ধার। তিন দিবস এক বৃক্ষতলে অনাহারে উন্মত্তাবস্থায় যাপন। বগুলা হইতে গিরীশ্বরে, তথায় দুই দিবস বাস। গিরীশ্বর হইতে ত্রিপদী নগরে, (ত্রিপদী মান্দ্রাজ হইতে ৪০ মাইল উত্তরপশ্চিমে ), তথা হইতে পান্না নরসিংহ, তৎপরে বিষ্ণুকাঞ্চীতে (কাঞ্জীভরম, ত্রিপদী হইতে ৪৭ মাইল দক্ষিণে ), তথা হইতে কালতীর্থে ও সন্ধি তীর্থে ২পরে চাইপল্লী ( ত্রিচিনোপোলি ), তথা হইতে নাগর, ( ১৪৫ মাইল পূৰ্ব্বে ও সমুদ্রের কূলে অবস্থিত ) ৷ তৎপর তাঞ্জোরে —তাঞ্জোর নাগর হইতে ১৪ মাইল দক্ষিণে ;—তৎপর চণ্ডালু পৰ্ব্বত পার হইয়া পদ্মকোটে ( তাঞ্জোর হইতে ৬০ মাইল উত্তর পশ্চিমে ), তার পর ত্ৰিপাত্র নগরে ( পদ্মকোট হইতে ৬০ মাইল দক্ষিণে ),—ত্রিপাত্র হইতে ৩০০ মাইল ব্যাপক ঝরিবন নামক এক জঙ্গল অতিক্রমণ, ইহাতে এক পক্ষ ব্যয়িত হয়। জঙ্গল পার হইয়া রঙ্গধামে, (আধুনিক শ্রীরঙ্গ, ত্রিপাত্রের দক্ষিণ পশ্চিমে ) তথায় নৃসিংহ মূৰ্ত্তি দর্শন, রঙ্গধাম হইতে রামনাথ নগরে (সমুদ্রের উপকূলে রামেশ্বরের অতি নিকটে । )। রামনাথ হইতে ঋষভ পৰ্ব্বত হইয়া রামেশ্বরে + তথা হইতে মাধবী বনে এবং তাম্রপণী পার হইয়া কন্যাকুমারীতে গমন এবং তথা হইতে ত্ৰিবন্ধু (ত্রিবাঙ্কুর) নগরে, ত্ৰিবন্ধু হইতে পয়োঞ্চিতে (আধুনিক পানোনী), তথা হইতে মৎস্যতীর্থ, রামগিরি, কাচাড়, ভদ্রানদী, নাগপঞ্চপদী অতিক্রম করিয়া চিতোলে (আধুনিক চিত্রল দুর্গ, মহীশূরের উত্তর সীমান্তে) গমন, চিতোল হইতে চওপুর, গুজ্জর নগর, (গুজরাট নহে, হায়দ্রাবাদ র্যাজ্যের নিকট ) কাণ্ডার দেশ, ও পরে পূর্ণ নগরে (পুনা, এখনও তন্নিকটবৰ্ত্তী নদীর নাম পূর্ণ রহিয়াছে), পূর্ণনগর হইতে ভোলেশ্বর, দেবলেশ্বর পার হইয়া পাটস নগরে, তথা হইতে জেজুরী, এই স্থলে খাণ্ডবদেবের সেবদাসী অভাগিনী মুরারিদের বিবরণ দেওয়া আছে। তৎপরে চোরানদীবনে নারেীজী নামক ব্রাহ্মণ-দমকে উদ্ধার, মূল নদী পার হইয়) খণ্ডলা, তংপরে নাসিকে ; নাসিক হইতে ত্ৰিমুক (আধুনিক ত্রিন্থক), তথা হইতে দমন নগরে, তপ্তী নদী অতিক্রম করিয়া ভরোচ নগরে, তথা হইতে বরোদ, নরোজীর মৃত্যু এবং আহামাদাবাদের ঐশ্বৰ্য্য বর্ণন ( “আশ্চৰ্য্য আহামাদাবাদ জাকের সতর” ) শুদামতী নদী অতিক্রমণ, কুলীন গ্রাম বাণী রামানন্দ ও গোবিন্দ চরণের সহিত সাক্ষাৎ এবং তাহাদের সঙ্গে করিয়া লওয়া ; S KBBBB BBB BBBB BBBDSKKBB KSB BBBBB BB BB BBBBB S "তাঞ্জোরের কথা কেবল এক করচায়ই পাওয়া যায়। তথায় এক প্রধান গৃহে উtখার (চৈতন্যপ্রভুর ) ধিগ্রহ আছেন।” S BBBBB BBB DB BBS BBB BBSBBB BBBS BB BBBS BBB BBD BBS BBB করচায় দৃষ্ট হয় এই অঞ্চলে যখন চৈতন্য প্ৰভু ভ্রমণ কয়িতেছিলেন, তখন তাহায় মুখে “হরি বোল” শব্দ এবং তীয় উদাম ভক্তির উচ্ছ,সি দেখিয়া “ক্ষেপী হৱিবোলা বলে প্রভুরে সকলে । ক্ষেপাইতে কত লোক হরি বোল বলে।” (৩৯পূ: ) এই "হরি বোলা বিগ্রহ কটক-প্রবাসী স্ত্রীযুক্ত কুমুদবন্ধু সেন দেখিয়া আসিয়াছেন। জ