বিষয়বস্তুতে চলুন

পাতা:গৌড়লেখমালা (প্রথম স্তবক).djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

লেখমালা।

४६ यः कार्य्य इति[।] सम्बत् ३३ मार्ग-दिने २१। तथा च धर्म्मानुशासन-श्लोकाः।

सर्व्वानेतान् भाविनः पार्थिवेन्द्रान्
४७ भूयोभूयः प्रार्थयत्येष रामः।
सामान्योयं धर्म्मसेतु र्नृपाणां
काले काले पालनीयः क्रमेण॥
बहुभि र्वसुधा
४८ दत्ता राजभिः सगरादिभिः[।]
यस्य यस्य यदा भूमिः तस्य तस्य तदा फलं॥
स्वदत्ताम्परदत्ताम्वा यो हरेत वसु-
४९ न्धराम्[।]
स विष्ठायां कृमि र्भूत्वा पितृभिः सह पच्यते[॥]
इति कमलदलाम्बु-विन्दुलोलां
श्रियमनुचिन्त्य मनुष्य-
५० जीवितञ्च।
सकलमिदमुदाहृतञ्च बुद्ध्वा
न हि पुरुषैः परकीर्त्तयो विलोप्या[:]॥
श्रेयोविधावुभय[व]ंश-वि-
५१ शुद्धिभाजं
राजाकरोदधिगतात्मगुणं गुणज्ञः।
आत्मानुरूप-चरितं स्थिरयौवराज्यं
श्रीराज्यपाल मि-
५१ ह दूतक मात्मपुत्रं॥٭

^٭২  এই শ্লোকে দেখিতে পাওয়া যায়,—“গুণজ্ঞ রাজা [শ্রীদেবপালদেব] মাতাপিতা উভয় বংশের বিশুদ্ধিভাক্ আত্মানুরূপ-গুণসম্পন্ন ও চরিত্রবান্ যৌবরাজ্যাভিষিক্ত আত্মপুত্র শ্রীরাজ্যপালকে [ইহ] এই তাম্রশাসনের দূতক নিযুক্ত করিয়াছিলেন।” কিন্তু দেবপালের দেহাবসানের পর, রাজ্যপাল নামধেয় কেহ সিংহাসনে আরোহণ করিয়াছিলেন বলিয়া প্রমাণ না পাইয়া, সুধীগণ স্থির করিয়াছেন,—পিতা বর্ত্তমান থাকিতেই, রাজ্যপাল পরলোক গমন করিয়া থাকিবেন। প্রকৃত পক্ষে, যুবরাজ রাজ্যপালই সিংহাসনে আরোহণ করিয়া, প্রথম বিগ্রহপাল নাম ধারণ করিয়াছিলেন বলিয়া অনুমান করা সহজ। [উইকিসংকলন টীকা: প্রথম বিগ্রহপাল ছিলেন ধর্মপালের ছোট ভাই বাক্‌পালের পৌত্র। তাঁর পুত্র নারায়ণপালের ভাগলপুর তাম্রশাসন থেকে পালবংশের এই শাখার বংশপরিচয় জানা যায়। দেবপালের পর তাঁর দুই ছেলে মহেন্দ্রপাল ও প্রথম শূরপাল পর পর সিংহাসনে বসেন। ১৯৮৭ সালে আবিষ্কৃত মহেন্দ্রপালের জগজ্জীবনপুর তাম্রশাসন (Epigraphia Indica Vol. LXII দ্রষ্টব্য) এবং ১৯৭০ সালে আবিষ্কৃত শূরপালের মির্জ়াপুর তাম্রশাসন (Epigraphia Indica Vol. LX দ্রষ্টব্য) থেকে এঁদের কথা জানা যায়।]

৪০