এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
সূচীপত্র।
অবতরণিকা,—গৌড়লেখমালা-সঙ্কলনের প্রয়োজন,—শিলালিপির ও তাম্রপট্টলিপির উদ্ভাবনা,—তাম্রশাসনের সম্পাদন-রীতি সম্বন্ধে শাস্ত্রীয় ব্যবস্থা,—প্রাচীন লিপি হইতে ঐতিহাসিক তথ্য-সঙ্কলনের প্রয়োজন,—বঙ্গলিপির বিকাশ-পদ্ধতির পরিচয় লাভের প্রধান উপায় |
১—৮ |
ধর্ম্মপালদেবের তাম্রশাসন,—মালদহের অন্তর্গত খালিমপুরে আবিষ্কৃত,—প্রথমে স্বৰ্গীয় উমেশচন্দ্র বটব্যাল এম-এ কর্ত্তৃক পাঠ উদ্ধৃত ও পরে অধ্যাপক কিল্হর্ণ কর্ত্তৃক সংশোধিত ও ব্যাখ্যাত,—“মাৎস্যন্যায়” নামক অরাজকতা দূর করিবার জন্য প্রকৃতিপুঞ্জ কর্ত্তৃক গোপালদেবের রাজপদে সংস্থাপিত হইবার কাহিনীর সহিত তারানাথের গ্রন্থোক্ত জনশ্রুতির সামঞ্জস্য |
৯—২৮ |
কেশব-প্রশস্তি,—ধর্ম্মপালের ২৬ রাজ্য-সংবৎসরে বোধগয়ায় “চতুর্ম্মুখ মহাদেব” প্রতিষ্ঠার ও পুষ্করিণী খননের বিবরণযুক্ত শিলালিপি,—কনিংহাম কর্ত্তৃক আবিষ্কৃত,—রাজেন্দ্রলাল কর্ত্তৃক পাঠোদ্ধার-সাধনের চেষ্টা,—নীলমণি চক্রবর্ত্তী এম-এ কর্ত্তৃক উদ্ধৃত পাঠ ও ব্যাখ্যা,—এই শিলালিপির রচনাকাল,—ইহাতে উল্লিখিত “দ্রম্ম” নামক মুদ্রার ও “চতুর্ম্মুখ মহাদেবের” পরিচয় |
২৯—৩২ |
দেবপালদেবের তাম্রশাসন,—মুঙ্গের-নগরে কর্ণেল ওয়াট্সন্ কর্ত্তৃক আবিষ্কৃত,—উইল্কিন্স কর্ত্তৃক প্রথমে পঠিত ও ব্যাখ্যাত,—মূল তাম্রফলকের অভাবে, সোসাইটি-প্রকাশিত লিথোগ্রাফ অবলম্বনে অধ্যাপক কিল্হর্ণের পাঠোদ্ধার-চেষ্টা |
৩৩—৪৪ |
বীরদেব-প্রশস্তি,—ঘোষরাঁবা গ্রামে কাপ্তেন কিট্টো কর্ত্তৃক আবিষ্কৃত,—ব্যালান্টাইন্ কর্ত্তৃক পঠিত—অধ্যাপক কিল্হর্ণ কর্ত্তৃক পুনরালোচিত,—বৌদ্ধযতি বীরদেবের জীবনকাহিনী, দেবপালদেবের শাসন-সময়ে বৌদ্ধ-শিক্ষার অবস্থা |
৪৫—৫৪ |
নারায়ণপালদেবের তাম্রশাসন,—ভাগলপুরে আবিষ্কৃত—রাজেন্দ্রলাল কর্ত্তৃক প্রথমে পঠিত,—ডাক্তার হুল্জ্ কর্ত্তৃক পুনরালোচিত—ব্যাখ্যা-সম্পাদনের সমালোচনা,—পাল-রাজবংশের বংশতালিকা সম্বন্ধে প্রচলিত সিদ্ধান্তের পুনরালোচনার প্রয়োজন |
৫৫—৬৯ |
গরুড়স্তম্ভ-লিপি,—মঙ্গলবারি হাটের নিকটে অবস্থিত,—উইল্কিন্স কর্ত্তৃক আবিষ্কৃত ও পঠিত,—অধ্যাপক কিল্হর্ণ কর্ত্তৃক সংশোধিত পাঠের পুনরালোচনা,—পালবংশীয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম নরপালের মন্ত্রিবংশের পরিচয়,—তৎকাল-সম্পাদিত বিবিধ বিজয়-ব্যাপার |
৭০—৮৫ |
গোপালদেব-নামাঙ্কিত প্রস্তরলিপি,—বাগীশ্বরীলিপি,—নালন্দায় আবিষ্কৃত,—মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্ত্তৃক পঠিত,—নীলমণি চক্রবর্ত্তি কর্ত্তৃক প্রকাশিত—দ্বিতীয় গোপালদেবের শাসনকাল-বিজ্ঞাপক লিপি |
৮৬—৮৭ |
গোপালদেব-নামাঙ্কিত প্রস্তরলিপি,—শক্রসেন নামক বৌদ্ধ কর্ত্তৃক বুদ্ধমূর্ত্তি প্রতিষ্ঠার বিবরণ-যুক্ত প্রস্তরলিপি,—বুদ্ধগয়াধামে ভূগর্ভখননে আবিষ্কৃত,—নীলমণি চক্রবর্ত্তি কর্ত্তৃক প্রকাশিত |
৮৮—৯০ |
প্রথম মহীপালদেবের তাম্রশাসন,—দিনাজপুরের অন্তর্গত বাণগড়ের ধ্বংসাবশেষমধ্যে প্রাপ্ত,—অধ্যাপক কিল্হর্ণ কর্ত্তৃক পঠিত,—নগেন্দ্রনাথ কর্ত্তৃক পুনরালোচিত,—কাম্বোজান্বয়জ গৌড়পতির দিনাজপুর-স্তম্ভলিপির সহিত সম্বন্ধ-বিচার |
৯১—১০০ |