পাতা:গৌড়ীয়-সাহিত্য.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌড়ীয়-সাহিত্য సెG শ্ৰীকৃষ্ণভাবনামৃত প্রভৃতি গৌড়ীয়-শিল্প-সাহিত্য-পাঠের অধিকারী, তারাই একথা প্রাণে-প্রাণে অনুভব করতে পারেন। ভারত ও ভাগবতই নিখিল-কথা-শিল্পের মূল মহামন্দির । শ্ৰীল সনাতন গোস্বামী প্রভুর বৃহদ্ভাগবতামৃত কথাশিল্পের মন্দির-মুকুট । শ্ৰীল গোপাল ভট্ট গোস্বামিপাদের হরিভক্তিবিলাস গৌড়ীয়-বিশ্ব-শিল্পসাহিত্যের বাস্তব-বিজ্ঞান। ‘বিশ্বকৰ্ম্ম-শিল্প”, “বিশ্বকৰ্ম্ম-প্রকাশ’, ‘শিল্পার্থসার’, ‘শিল্পকলাদীপিকা’, ‘রাজবল্লভমণ্ডল’ বা ‘অপরাজিতাপৃচ্ছা! প্রভৃতি বিশ্ব-শিল্পসাহিত্য গৌড়ীয়-শিল্প-সাহিত্যের নিকট তিরস্কৃত হ’য়েছে,—একথা গৌড়ীয়-সাহিত্য-শিল্পিগণের অনুগত হ’য়ে যে কেহ নিরপেক্ষভাবে বিচার ক’রে নিতে পারেন । গৌড়ীয় পত্র-সাহিত্য ' পত্র বা পত্রিকা-সাহিত্যে বাস্তব-জীবনের অনেক বিষয় অতি সহজ সরল ও অকৃত্রিমভাবে প্রকাশিত হয় এবং সাময়িক-পত্রিকা-সাহিত্যে বিবিধ সাময়িক-প্রসঙ্গের অবতারণা, মতবাদের সমালোচনা, অন্বয় ও ব্যতিরেকভাবে পূৰ্ব্বপক্ষ-নিরাস ও স্বপক্ষ-স্থাপনাদিকাৰ্য্যে সাহিত্য-সম্পদ যথেষ্ট বৃদ্ধি প্রাপ্ত হয়। এই পত্র-সাহিত্য গৌড়ীয়-সাহিত্যে প্রচুরভাবে বর্তমান আছে। কেবল যে ভাগবতে ১০ম স্কন্ধে কৃষ্ণের নিকট রুক্মিণীদেবীর পত্রিকা-প্রেরণের কথা