পাতা:গৌড়ীয়-সাহিত্য.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSల গৌড়ীয়-সাহিত্য গৌড়ীয়-সাহিত্যে প্রসিদ্ধ আছে, তা’ নয় ; গৌড়ীয় কাব্যাদিতেও এই পত্র-সাহিত্যের যথেষ্ট নিদর্শন আছে। তারপর ভক্তিরত্নাকর-গ্রন্থ-ধৃত শ্ৰীনিবাস আচাৰ্য্য, শ্রীরামচন্দ্র কবিরাজ, শ্ৰীনরোত্তম ঠাকুর, শ্ৰীগোবিন্দ কবিরাজ প্রভৃতি আচাৰ্য্যগণের প্রতি বৃন্দাবনীয়-বাৰ্ত্তাজ্ঞাপক শ্ৰীল জীব গোস্বামী প্রভুর পত্রিক-চতুষ্টয় প্রভৃতি বহুপত্র এবং বর্তমানযুগে ওঁ বিষ্ণুপাদ শ্ৰীশ্ৰীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামিপাদের পত্রাবণী গৌড়ীয়-পত্র-সাহিত্যের অমূল্য সম্পত্তি। সাময়িক-পত্র-সাহিত্য মুদ্রাযন্ত্রের প্রচলনের সঙ্গে সঙ্গে সাময়িক-পত্রিকার প্রকাশ বিস্তৃত হ’য়েছে। বাংলা-দেশের পরমার্থপ্রচারিণী সাময়িক পত্রিকার ইতিহাস-আলোচনায় জানা যায় যে, সৰ্ব্বাপেক্ষ। প্রাচীন-পত্রিকা—শ্ৰীসজ্জনতোষণী। এখন হইতে অৰ্দ্ধশতাব্দী পূৰ্ব্বে ইহার প্রথম প্রকাশ। যদিও *নিত্যানন্দদায়িনী’ নাম্নী একখান। মাসিক পত্রিক তিনমাস অন্তর ত্রৈমাসিক আকারে সজ্জনতোষণীর দশ বর্ষ পূৰ্ব্বে কতিপয় গ্রন্থপ্রকাশমুখে প্রচারিত হয়েছিল, তথাপি তা’তে সাময়িক-প্রসঙ্গের অভাবে থাকায় শ্ৰীসজ্জনতোষণীকেই আদিম গৌড়ীয়-পত্রিকা বলা যায়। শ্ৰীসজ্জনতোষণী পত্রিকার সম্পাদক ছিলেন—ওঁ বিষ্ণুপাদ শ্ৰীশ্ৰীল ভক্তিবিনোদ ঠাকুর। তিনিই সাময়িক-পত্রিকা-সাহিত্যে শুদ্ধভগবদ্ভক্তির