পাতা:গৌড়ীয়-সাহিত্য.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌড়ীর-সাহিত্য సెళి কথা প্রবর্তন করেন। নিত্যানন্দদায়িনী’ পত্রিকায় মিশ্রভক্তি ও নানাপ্রকার উপধৰ্ম্মের কথাও স্থান পেয়েছিল । *ঐসজ্জনতোষণী’ পত্রিকার পরেই ‘প্রেম প্রচারিণী’ নামী আর একখানি পত্রিকা প্রচারিত হয় । তার সম্পাদনকাৰ্য্য করতেন—নবাবগঞ্জের পরলোকগত দীনবন্ধু সেন। পরে এই পত্রিকা ঐসজ্জনতোষণীর সহিত সম্মিলিত হন । অমৃতবাজারের শিশিরবাবুর যোগে ‘বিষ্ণুপ্রিয়া’ নাম্নী একখালি পাক্ষিক-বৈষ্ণব-পত্রিক প্রচারিত হয়। ওঁ বিষ্ণুপাদ শ্ৰীল ভক্তিবিনোদ ঠাকুর ও শ্ৰীল শু্যামলাল গোস্বামী মহাশয়দ্বয় ঐ পত্রিকার সম্পাদক ছিলেন। পত্রিকাটী দু’তিন বৎসর প্রচারিত হয়েছিল। ‘নিবেদন’ নামে আর একটী সাপ্তাহিক সাময়িকপত্র তিনবৎসর কাল শুদ্ধ-গৌড়ীয়বৈষ্ণব-সাহিত্য প্রচার ক’রেছিলেন। "গৌড়ভূমি’ নামে একখানি মাসিক পত্রিকা গোকৰ্ণ হ’তে প্রচারিত হয়, তা’র সম্পাদক ছিলেন—পরলোকগত রামপ্রসন্ন ঘোষ । তিনি শ্ৰীধামাপরাধী ছিলেন না । দু’তিন বৎসরমাত্র উহার প্রচার ছিল । “বৈষ্ণবসঙ্গিনী’ নামী একখানি মাসিক পত্রিকা হুগলী আলাটী হ’তে ঐযুক্ত মধুসুদন দাস অধিকারী মহাশয়ের দ্বারা আজও প্রকাশিত হচ্ছে। এ ছাড়া গৌড়ীয়বৈষ্ণবধর্মের মুখপত্র ব’লে কতকগুলি পত্রিক বেঙের Ef5fā ( mush-room ) NS মনোধৰ্ম্মময় ভাবপ্রবণতার -বৃষ্টিসম্পাতে সুজলা-মুফল-শস্তস্যামলা বাংলার ভূমিতে 영