পাতা:গৌড়ীয়-সাহিত্য.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌড়ীয়-রস-সাহিত্য যদি চিন্ময় হরি-রস-সাহিত্যের পরিপূর্ণ-ভাণ্ডার কোথায়ও থাকে, তা’ হ’লে একমাত্র গৌড়ীয়-সাহিত্যেই আছে। এ কথা আর অধিক ক’রে বলতে হ’বে না। গৌড়ীয়-রস-সাহিত্যের মধ্যে গোপীগীত, ভ্রমরগীত, জয়দেবের গীতগোবিন্দ, বিল্বমঙ্গলের কৃষ্ণকর্ণামৃত, রামানন্দরায়ের জগন্নাথ বল্লভ-নাটক, চণ্ডীদাস, বিদ্যাপতি এবং অন্যান্ত শুদ্ধমহাজন-পদাবলী, শ্ৰীল রূপপাদের ললিতমাধব, বিদগ্ধমাধব, হংসদূত, পন্থাবলী, ভক্তিরসামুতসিন্ধু, উজ্জ্বলনীলমণি, স্তবমালা, শ্রীল রঘুনাথ গোস্বামপ্রভূর স্তবাবলী, ঐল জীবগোস্বামী প্রভুর গোপালচন্পু, প্রীতিসন্দর্ভ, ঐল কবিরাজ গোস্বামিপ্রভুর গোবিন্দলীলামৃত ও শ্রীচৈতন্যচরিতামৃত, কবিকর্ণপুরের আনন্দবৃন্দাবনচম্পূ, শ্ৰীল বিশ্বনাথ চক্ৰবৰ্ত্তী ঠাকুরের কৃষ্ণভাবনামৃত, সঙ্কল্পকল্পদ্রুম, রাগবত্মচন্ত্রিকা এবং বর্তমানযুগে ভক্তিবিনোদ ঠাকুরের ‘রূপানুগভজনদর্পণ” গীতমালা’ প্রভৃতি এবং শ্ৰীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভূপাদের ভ্রমরগীত ও মহিষীগীতের পদ্যানুবাদ প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। গৌড়ীয়-সঙ্গীত-সাহিত্য গৌড়ীয়-সঙ্গীত-সাহিত্য একটী মহাশ্চর্য ও বিপুল ব্যাপার। পৃথিবীতে যত সঙ্গীত-সাহিত্য প্রচারিত হয়েছে,