পাতা:গৌড়ীয়-সাহিত্য.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌড়ীয়-সাহিত্য ు ఇు মহা প্ৰভু এইসকল অলৌকিক-সাহিত্য,--সাহিত্যের প্রকৃত পাত্র যারা, তাদের সঙ্গে আম্বাদন করতেন। আজ গৌড়ীয়মঠের বক্তা যা’ বল্লেন, তার প্রত্যেক কথাটী বিশ্লেষণ, আলোচনা ও ভাব বার যোগ্য ; তা’র কথার ভিতরে অনেক জিনিষ নিহিত রয়েছে। তিনি য।’ বলেছেন, সেগুলি যদি শ্রোতৃমণ্ডলী বাড়া গিয়েও আলোচনা করেন, যা’বার পথে আলোচনা করেন এবং ভবিষ্যতে এসব কথা ভাবেন, ত? হ’লে আমার দৃঢ়বিশ্বাস,—আপনার ধন্ত হ’বেন। রায় বাহাদুর ব্যানার্জি অতঃপর রায় বাহাদুর গোবিন্‌লাল ব্যানার্জি বলেন যে, আজকে গৌড়ীয়মঠের ‘গৌড়ীয় পত্রের সম্পাদক পরমপণ্ডিত শ্ৰীপাদ সুন্দরানন্দ বিষ্ঠাবিনোদ মহাশয় ‘গৌড়ীয়সাহিত্য’ সম্বন্ধে যে বক্তৃতা প্রদান করেছেন, তা’ বাস্তবিকই হৃদয়স্পশী। তিনি গৌড়ীয়-সাহিত্যের সুন্দর বিশ্লেষণ ক’রে ‘সাহিত্য’ শব্দের প্রকৃত অর্থ কি, তা’ আজ ব্যাখ্যা ক’রে সকলের হৃদয়ে অভূতপূৰ্ব্ব আনন্দের সঞ্চার ও নব আলোক প্রদান করেছেন। বাস্তবিকই যা’দ্বারা ভগবানের সহিত নিত্য সঙ্গ হয়, তাহাই “সাহিত্য’। একটা কথায় আজ আমার বড়ই আনন্দ হ’লো,–ভক্তিবিনোদ ঠাকুরের কথায় । ৩-৩৫ বৎসর পূৰ্ব্বে এ অভাগার ভাগ্যে র্তা’র সঙ্গে দেখা হয়েছিল ; তখন দেখেছিলাম ত’ার সেই প্রেমে