পাতা:গৌড়ীয়-সাহিত্য.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌড়ীয়-সাহিত্য రి', “অকৈতব কৃষ্ণপ্রেম, যেন সুবিমল হেম, এই ফল নৃলোকে চুল্লভ। কৈতব বঞ্চন মাত্র, হও আগে যোগ্যপাত্র, তবে প্রেম হইবে সুলভ ॥ কাম-প্রেমে দেখ ভাই, লক্ষণেতে ভেদ নাই, তবু কাম প্রেম নাহি হয়। তুমি ত’ বরিলে কাম, মিথ্যা তাহে প্রেম নাম, আরোপিলে কিসে শুভ হয় ॥ ন মানিলে সুভজন, সাধুসঙ্গে সঙ্কীৰ্ত্তন, না করিলে নির্জনে স্মরণ । না উঠিয়া বৃক্ষোপরি, টানাটানি ফল ধরি, দুষ্ট ফল করিলে অর্জন ॥” বেদ-সাহিত্য ও সাহিত্য-নায়ক কৃষ্ণ এ জাতীয় প্রাকৃত-সাহিত্যিক অনেক সময় গৌড়ীয়সাহিত্য-শোভার প্রভ দর্শন করতে অসমর্থ হ’য়ে ব’লে থাকেন,--গৌড়ীয়-সাহিত্যের নায়ক-নায়িকা যদি বাস্তববস্তুই হ’বেন, তা’হ’লে সেই সাহিত্য-নায়কের কথা বেদে নাই কেন ? আর সাহিত্য-নায়িকার কথা ভাগবতেই বা নাই কেন? এরূপ যুক্তি তাদের মুখর করে তুললেও মনে হয়, এতে র্তা’দের অজ্ঞতা ও অন্ধতাই অপরাধী। দেহরামতাকেই আমাদের অপবর্গ মনে ক’রে যখন আমর}