পাতা:গৌড়ীয়-সাহিত্য.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

go 8 গৌড়ীয়-সাহিত্য সাগর-সঙ্গম। গৌড়ীয়-সাহিত্যের রূপক-অলঙ্কার দৃষ্টান্তঅলঙ্কার, মালদীপক-অলঙ্কার, আক্ষেপ-অলঙ্কার, বিভাবনাঅলঙ্কার, বিশেষোক্তি-অলঙ্কার, স্বভাবোক্তি-অলঙ্কার, সহোক্তি-অলঙ্কার, বিনোক্তি-অলঙ্কার, পৰ্য্যায়োক্তি-অলঙ্কার, ভাবিক-অলঙ্কার, উত্তর-অলঙ্কার, অন্তোন্ত-অলঙ্কার, স্বক্ষঅলঙ্কার, সার-অলঙ্কার, সমাসোক্তি-অলঙ্কার, শ্লেষ-অলঙ্কার, সন্দেহালঙ্কার প্রভৃতি সাধারণ সাহিত্যের অলঙ্কার নয়, ‘সাহিত্য-দৰ্পণ”, “কাব্যচন্ত্রিকা’, ‘সরস্বতী-কণ্ঠাভরণ প্রভৃতি সাধারণ অলঙ্কার-গ্রন্থের অলঙ্কারমাত্র নয়, সেগুলি ঐ “ভূষণ-ভূষণাঙ্গ” খামসুন্দরের পাদপদ্মের কোনটা পাদচুড়, পাদকটক, কিঙ্কিনী ; কোনটী বা মুদ্রিকা; কোনটী বা পদ্ম; কোনটী কটদেশের কাঞ্চী, মেখলা, রসনা, কলাপ ; কোনটী বা বাহুর কেয়ুর, পঞ্চক, চুড়, বলয়, কঙ্কণ ; কোনটী বা মস্তকের ললামক, আপীড়; কোনটী বা হংসতিলক; কোনট বা চূড়ামণ্ডল, দণ্ডক, লম্বন; কোনটী বা মুকুট; কোনটী বা কর্ণের কুণ্ডল, কর্ণপুর, কণিকা, কর্ণেন্দু, মুক্তাকণ্টক; কোনটী বা কণ্ঠের নক্ষত্রমালা, নীল-লবণিক, মানবক, অৰ্দ্ধহার, ভ্রামর ; কোনটী বা বক্ষঃস্থলের বন্ধুক ও পদক। এই অলঙ্কারগুলি—সকলই চেতন ; এরা কথা কইতে পারে— মুহূৰ্ত্তমধ্যে কোটি কোটি সাহিত্য-গ্রন্থাগার রচনা করতে পারে—কোটি কোটি অপ্রাকৃত কবিকুলের কবিত্ব-মহামণির খনি আবিষ্কার ক’রে দিতে পারে! আবার উজ্জ্বলনীল