পাতা:গৌড়ীয়-সাহিত্য.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

・@tb" গৌড়ীয়-সাহিত্য রাজ্যে কান্তরস অপেক্ষাও কান্তা-রসের আধিক) । গষ্ট গৌড়ীয়-কবিরাজ ব'লেছেন—

  • দোহার যে সমরস ভরত-মুনি মানে । অামার ব্রজের রস সেহ নাহি জানে ৷” অপ্রাকৃত রসিকশিরোমণি রামরায়ের নাটকগীতি গজপতি প্রতাপরুদ্রের পৃষ্ঠপোষকতায় রচিত হ’য়ে একদিন নীলাচলে মহাপ্রভুর পরম প্রীতি উৎপাদন ক’রেছিল।

সেই— মৃত্নতর-মারুত-বেল্লিত-পল্লববল্লী-বলিত-শিখণ্ডম্। তিলকবিড়ম্বিত-মরকতমণিতগবিম্বিত-শশধরখগুম্ ॥ খেলাদোলায়িতমণিকুণ্ডল-রুচিরুচিরননশোভম্। হেলাতরলিত মধুরবিলোচনজনিতবন্ধুজনলোভম্। গজপতিরুদ্র-নরাধিপ-চেতসি-জনয়তুমুদমুবারম্। রামানন্দরায়-কবিভণিতং মধুরিপুরূপমুদারম্ ॥ —প্রভৃতি সঙ্গীত-নাটক-সাহিত্যের মহামরকতমণি। নাট্যনায়ক গৌরমুন্দরেরষ্ট বিপ্ৰলম্ভ-লীলা-বিনোদকালে শ্রীরূপের ললিতমাধব, বিদগ্ধমাধব নাটকদ্বয় প্রকাশিত হ’য়েছিল । শ্রীরূপের এই নাটক দুটা নীলাচলে রামানন্দের সঙ্গে শ্রবণ ক’রে একদিন শ্রীরূপের সম্বন্ধে স্বয়ং গৌড়ীয়-নাট্যনায়ক ব"লেছিলেন— মধুর প্রসঙ্গ ইহার কাব্য সালঙ্কার। ঐছে কবিত্ব বিনা নহে রসের প্রচার ॥