পাতা:গৌড়ীয়-সাহিত্য.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳԵ, গৌড়ীয়-সাহিত্য বিস্তৃত চরিত্র এবং তৎপ্রসঙ্গে শ্রীরসিকানন্দ প্রভূর শিষ্যগণের পরিচয় এই গ্রন্থে প্রদত্ত হ’য়েছে। এই গ্রন্থ পাঠে শ্রীরসিকনন্দ প্রভুর আচার-প্রচার প্রণালীর বিষয় অনেকটা জানা যায়। এই গ্রন্থের পূর্ব, দক্ষিণ, পশ্চিম ও উত্তর—এই চারিট পিভাগ । প্রত্যেক বিভাগ ষোলটা লহীতে বিভক্ত । শ্ৰীভক্তি-রত্নাকর পরবর্তী গৌড়ীয়-চরিত-সাহিত্যের মধ্যে শ্রীল বিশ্বনাথ চক্ৰবৰ্ত্তী ঠাকুরের শিষ্য শ্ৰীজগন্নাথের পুত্র শ্ৰীল নরহরিদাস চক্ৰবৰ্ত্তীর (নামান্তর রময় নরহরি’ বা ঘনশুমদাসের) ‘ভক্তিরত্নাকর’ ও ‘নরোত্তম বিলাস’, যদুনন্দনদাসের ‘কৰ্ণানন্দ’, নিত্যানন্দদাসের প্রেমবিলাস প্রভৃতি দেখতে পাওয়া যায়। শ্ৰীমন্মস্থা প্রভুর প্রকটকালে যে সমস্ত ভক্ত আবিভূতি হ’য়েছিলেন, তাদের বিবরণ শ্রীচৈতন্যভাগবতে, শ্রীচৈতন্যচরিতামৃতে ও শ্রীচৈতন্যমঙ্গলে অনেকটা পাওয়া যায় ; কিন্তু সকল ভক্তের বিস্তৃত বিবরণ উক্ত তিন গ্রন্থে নেই। ঐচৈতন্যদেবের অপ্রকটের পর শ্ৰীনিবাস আচার্য, শ্ৰীল নরোত্তম ঠাকুর ও ঐশ্রামানন্দ প্রভু প্রভূতি যে সকল বৈষ্ণবাচার্য্য আবিভূত হ’য়েছেন, তাদের বিস্তৃত বিবরণ এবং শ্ৰীমন্মহাপ্রভুর প্রকটকালীয় যে সমস্ত ভক্তের বিবরণ অবশিষ্ট ছিল, তা’ ভক্তিরত্নাকরে বর্ণিত হ’য়েছে। এই গ্রন্থখান ১৫শ তরঙ্গে বিভক্ত এবং গ্রন্থানুবাদ-নামক একটা