পাতা:গৌড়ীয়-সাহিত্য.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌড়ীয়-সাহিত্য ৭৯ পরিশিষ্ট-সংযুক্ত। গ্রন্থকার—শ্ৰীনিবাসপ্রভুর শাখার শিষ্য। এই রত্নাকরে অনেক নূতন রত্ন পাওয়া যায়। শ্ৰীনবদ্বীপের ভৌগোলিক সংস্থান, বিশেষতঃ গৌরজন্মস্থলী শ্ৰীধাম-মায়াপুরের কথা এবং শ্রীনবদ্বীপধাম-পরিক্রমার কথা এই গ্রন্থে বিশেষভাবে রয়েছে। শ্ৰীগৌর-নিত্যানন্দ-অদ্বৈতাচাৰ্য্য,ত্ররূপঐসনাতন ও ঐজীব প্রভূতির চরিত্র এবং গোস্বামিগণের গ্রন্থাদির নাম, শ্ৰীল গোপাল ভট্ট গোস্বামী প্রচুর পিতৃব্য শ্রীল প্রবোধীনন্দ সরস্বতীপাদের কথ, বৃন্দাবনের দ্বাদশ বনের বর্ণনা, বনবিষ্ণুপুরে বীরহাম্বির রাজার গ্রন্থাপহরণ বৃত্তাস্ত, খেতুরীর স্বপ্রসিদ্ধ মহোৎসব ও বিগ্রহ-স্থাপন প্রভূতির বর্ণনা, ঐল নরোত্তম ঠাকুরের পাদপদ্মাশ্রিত শ্ৰীগঙ্গানারায়ণ চক্রবর্তী, রামকৃষ্ণ ভট্টাচাৰ্য্য প্রভৃতির আচারপ্রচার-প্রণালী প্রভূতি বহু বিষয় এ রত্নাকর হ'তে আহরণ করা যায়। শ্রীনরহরি চক্ৰবৰ্ত্তী ঠাকুরের ‘নরোত্তমবিলাস’ নামক পুস্তকে ১২ বিলাসে শ্ৰীল নরোত্তমঠাকুরের চরিত্র বর্ণিত হ’য়েছে। তবে পরবত্তিকালে যে প্রকার হ’য়ে থাকে, এ সকল গ্রন্থের মধ্যে নানা মতবাদিগণ র্তা'দের মতবাদ কিছু কিছু প্রবেশ করাবার চেষ্টা যে না করেছেন, তা নয়। অপরাপর গ্রন্থ যদুনননিদাসের কর্ণানন্দে” শ্ৰীনিবাস আচাৰ্য্য ও তার আত্মজা শ্ৰীহেমলতা ঠাকুরাণী এবং তাচাৰ্য্য প্রভুর শিষ্যবর্গের কথা বর্ণিত হ’য়েছে ।