পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭২ গৌড়ের ইতিহাস । র্তাহার আমুযাত্রিকগণকে গঙ্গাতীরে রাখিয়া আসিয়াছিলেন । তখন গঙ্গানদী সম্ভবতঃ মালদহ জেলার অন্তর্গত পাণ্ডুয়ার অনতিদূরবর্তী পীরগঞ্জ নামক স্থানে মহানন্দার সহিত মিশিয়াছিল । জয়াপীড় নগরে প্রবেশ করিয়া দেখিলেন, কাৰ্ত্তিকেয়-মন্দিরে আরতি হইতেছে । তখন দেবনৰ্তকী কমলা মন্দির-প্রাঙ্গণে দেবতার সমক্ষে নৃত্য করিতেছিল । জয়াপীড় কমলার সৌন্দর্য্য ও নৃত্য দর্শনে মোহিত হন । কমলা ও এই অপরিচিত যুবার সৌন্দর্ঘ্যে অভিভূত হইয়া তাহাকে সঙ্গে লইয়া নিজের আবাসে প্রবেশ করে । কমলা সংস্কৃত জানিত, তাহার বাসগৃহের সাজসজ্জা স্বর্ণময় ছিল। সে সময় পুণ্ডবৰ্দ্ধনে সিংহভয় উপস্থিত হইয়াছিল। নগরবাসীরা তাহাকে বিনাশ করিতে পারে নাই। পূৰ্ব্ব ভারতে কি সে কালে সিংহ ছিল ? আমাদের দেশে কামরূপে সিংহ থাকার কথা প্রচলিত আছে। জয়াপীড়, কমলার মুখে নগরবাসীদের বিপদের কথা শুনিয়া, সিংহের উদ্দেশে গমন করেন ; জয়াপীড়ের হস্তে সিংহ বিনষ্ট হয় । জয়াপীড়ের অজ্ঞাতসারে তাহার অঙ্গদ সিংহ-মুখে সংসত্ত হইয়া থাকে। পরদিন নগরবাসিগণের মুখে সিংহের নিধন-বৃত্তান্ত শ্রবণ করিয়া জয়ন্ত সপার্ষদ ঘটনাস্থলে উপস্থিত হন, ও সিংহের মুখে জয়াপীড়ের নামাঙ্কিত অঙ্গদ দেখিতে পান। ইতঃপূৰ্ব্বে লোকমুখে জয়াপীড়ের পূর্বদেশভিযান-সংবাদ পাইয়াছিলেন,—অনুসন্ধানে তাহাকে কমলার গুহে পাইলেন। জয়স্ত, জয়াপীড়কে সসম্মানে আপনার আলয়ে অনিয়া আপনার কন্যা কল্যাণীদেবীকে তাহার করে সমর্পণ করিলেন । জয়ন্ত জামাতার সাহায্যে আপনার রাজ্যসীমা বিস্তার করেন । ৯ তখন পুণ্ড রাজ্য—গৌড়, দেবকোট, মহাস্থান, সন্তোষ ও রঙ্গপুর— 較

  • “বাধাদ বিনাপি সামগ্ৰীং তন্ত্ৰ শক্তিং প্রবtশয়ন । পঞ্চগৌড়াধিপান্‌ জিত্ব শ্বশুরং তদধীশ্বরং ।”