পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায় । Գ Տ হন। ভূণুর রাঢ়ী, বারেন্দ্র ও সাতশতী ব্রাহ্মণ দিগের শ্রেণী-বিভাগ করেন। তৎপুত্র ক্ষিতিশূর রাঢ়ীয় ব্রাহ্মণ দিগকে ছাপ্পান্ন খানি গ্রাম দান করেন * । ইনি সাতশতী ব্রাহ্মণ দিগকে ২৮ খানি গ্রাম প্রদান করেন । ইহার পর অবনীশূর, ধরণীশূর, ধরাশূর, যথাক্রমে রাজা হন। ধরাশূর রাঢ়ীয় ব্রাহ্মণ দিগকে কুলাচল ও সংশ্রোত্রিয় এই দুই ভাগে বিভক্ত করেন । বরেন্দ্রশূরের রাজত্ব-কালে পুণ্ড দেশের বরেন্দ্র দেশ নাম হয়। এই মত সৰ্ব্ববাদি-সন্মত নহে। কুৰ্ম্ম পুরাণের কুৰ্ম্মচক্রে আছে – “প্রাচ্যাং মাগধশোণে চ বারেন্দ্রী গৌড়রাঢ়কাঃ। বৰ্দ্ধমান তমোলিপ্ত প্রাগ জ্যোতিষোদয়াদ্রয়ঃ ॥ আগ্নেয্য মঙ্গ বঙ্গোপবঙ্গ-ত্রৈপুর কোশলাঃ” ) + কুৰ্ম্মপুরাণ নিতান্ত আধুনিক গ্রন্থ নহে। ইহা শুর-বংশের রাজত্বকালের অগ্রেই রচিত হয়। অতএব বারেন্দ্র, গৌড়, রাঢ়, বৰ্দ্ধমান, তমোলিপ্ত, উদয়াদ্রি, বঙ্গ, উপবঙ্গ, ত্রৈপুর প্রভৃতি রাজ্য বিভাগ যে শুরগণের পূৰ্ব্বেই হইয়াছিল, তাহ বলা বাহুল্য। পালবংশীয় রাজগণ পুণ্ড,বদ্ধন অধিকার করিলে, শূরবংশীয়গণ দক্ষিণে গিয়া পাণ্ডুয়া নগরে বসে করেন । এই নগর হুগলী জেলার পাণ্ডুয়া । ঐতিহাসিকেরা অনুমান করেন, বুদ্ধদেবের খুল্লতাতপুত্র পাণ্ডুশাক্য কর্তৃক এই প্লুর স্থাপিত হইয়াছিল । বহুসংখ্যক ব্রাহ্মণ শূরবংশের সহ রাঢ় দেশে গমন করেন। অনেকে বরেন্দ্র দেশেই থাকি • স্মৰ্ত্ত ধৃত জ্যোতিষতত্ৰান্তর্গত কুৰ্ম্ম ক্র । + "ক্ষিতিপূরেণ রাজ্ঞাপি ভূপূরস্ত স্বতেন চ। . ক্রিয়ন্তে গাঞি"সংজ্ঞামি তেষাং স্থানবিনির্ণয়াৎ