পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়। pr> করিয়াছিলেন, ও বিস্তৃত হইয়াছিলেন । পুগু,ার্ক সমাজের শাকদ্বীপী ব্রাহ্মণগণ এখন বারেন্দ্র গ্রহবি প্র নামে পরিচিত । মাধবাচার্য্যের শঙ্কর-দিগ্বিজয়ের মতে শঙ্করাচাৰ্য্য অঙ্গ বঙ্গ ও গৌড়দেশীয় পণ্ডিতদিগকে তর্কযুদ্ধে পরাস্ত করেন । সম্ভবতঃ শূরবংশের রাজত্বকালে এই ঘটনা হয়। পাল-বংশীয়গণ গৌড় অধিকার করিলেও শূরবংশীয়গণ বহুদিন দক্ষিণরাঢে রাজত্ব করিয়াছিলেন । সম্ভবতঃ ক্ষিতিশূর প্রথমতঃ পুণ্ড,রাজ্য হারাইয়া দক্ষিণ-রাঢ়ে গিয়া বাস করেন । রণপূরের রাজত্বকালে, ১০১৫ খৃষ্টাব্দে, রাজেন্দ্রচোল দক্ষিণ রাঢ় আক্রমণ করেন । রণশর যুদ্ধে পরাজিত হইয়া পলায়ন করেন। উড়িষ্যায় রণপুর নামক রাজ্য ও রাজধানী রণশ্বরের স্থাপিত। শুরবংশীয়দিগের রাজত্বকালে বেল আমল একটা প্রকাগু নগর ছিল । ইহ ও ইহার নিকটবৰ্ত্তী উত্তর বঙ্গের যোগী গোফ * পাহাড়পুর + প্রভৃতি দেখিলে বোধ হয়, এসকল একটা সমৃদ্ধিসম্পন্ন রাজ্যের অন্তর্গত ছিল । ঘাটনগর, ক্ষেতলাল, দেবতলা শুরবংশীয় দিগের সময়ে বড় নগর ছিল । দিনাজপুর হইতে বগুড়া যাইবার পথে ক্ষেতলাল অবস্থিত। এখন ইহাতে অনেক হিন্দু ও বৌদ্ধমূৰ্ত্তি দৃষ্ট হয় ; শূরবংশীয়দিগের সময়ে পুণ্ড রাজ্যের আয়তন বিস্তারিত হয়। ইহার উত্তরপশ্চিমস্থ কৌশিকীকচ্ছ ইহার অন্তর্গত হইয়া যায়। উত্তরবঙ্গের নদী গুলির জল স্বাস্থ্যকর ছিলনা । স্বাস্থ্যকর জললাভার্থ বৃহং বৃহং সরোবর খনিত হইত। সরোবরের তীরে প্রায়ই দেবালয় থাকিত ৬

  • এখানকার বুদ্ধমূৰ্ত্তি, চতুভূজ নারায়ণ মূৰ্ত্তিতে পরিৰ্ত্তিত হইয়াছে। এখানে

মাযদেব মূৰ্ত্তিও আছে। ( অক্ষয়কুমার মৈত্রেয় ? + এখানে এক শত ফুট উচ্চ একটা বৌদ্ধস্ত প বৰ্ত্তমান আছে। ঐ - বেঙ্গলবায়ু নিকট মাসাদেবীর মূৰ্ত্তি বিদ্যমান আছে। 母 ৬