૪૨ গৌড়ের ইতিহাস । তৃতীয় শ্লোক এই – “অসীদাসাগরদেবীং গুবীভিঃ কৃতীভিঃ কৃতী । মগুয়ন খণ্ডিতারাতিঃ শ্লাঘাঃ শ্রবপ্যটস্ততঃ।” প্রথম রাজা—গোপালদেব, ১ম । ૧૧? શું –૧૮શુઃ । বপাটের পুত্রের নাম গোপালদেব । গোপালদেবকে পালবংশের প্রথম রাজা বলা যাইতে পারে। পরিরাজক তারানাথের মতে গোপালদেব বঙ্গ, মগধ জয় করেন । ইহাতে বোধ হয়, মগধ ও পাল-রাজবংশের আদি নিবাস নহে । গোপালদেবের পূবে গোড় সাম্রাজ্য কতকগুলি খণ্ড-রাজ্যে বিভক্ত ছিল । শূরবংশের রাজত্বকালের শেষভাগে দেশে নিতান্ত বিশৃঙ্খলা উপস্থিত হয়। রাজগণ পরস্পর বিবাদ করিয়া প্রজাদের তুর্দশার একশেষ ঘটাইতেন । গোপালদেব তাহাদিগকে পরাজিত করিয়া তাহাদের অত্যাচার দমন করেন। এক রাজার অধীন হওয়ায় প্রজাগণের লক্ষ্মী শ্রী বৰ্দ্ধিত হয়। - চতুর্থ শ্লোক এই – {, “মাংস্তন্যায়মপোহিতুং প্রকৃতিভিল শু{্যাঃ করে গ্রাহিতঃ। শ্ৰীগোপাল ইতি ক্ষিতীশশিরসাং চূড়ামণিস্তংস্থতঃ ॥ যস্তান্তক্রিয়তে সনাতনঘশোরাশিদিশমাশয়ে শ্বেতয়া যদি পৌর্ণমাসী-রজনী জোৎস্নাতিভারশ্রিয়াঃ।” গোপালদেবের ভূপাল ও লোকপাল এই দুইটী নামও ছিল। আইনই-আকবরীতে প্রথম ও দিনাজপুরের আমগাছির তাম্রশাসনে দ্বিতীয় নাম ব্যবহৃত হইয়াছে। নালন্দায় গোপালদেবের যে শাসনলিপি পাওয়া গিয়াছে, তাহাতে জানা যায়, গোপালদেব মগধ জয় করেন । তারানাথ
পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১২০
অবয়ব