পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

", е е গৌড়ের ইতিহাস স্থালীকট বিষয় আম্রষণ্ডিকা মণ্ডল ও উড়মণ্ডল প্রভৃতি কয়েকট বিষয় ও মণ্ডলের উল্লেখ পাওয়া যাইতেছে । মগুলগুলি খুব বড় ছিল। হিন্দুরাজত্ব-কালে দশখানি গ্রাম লইয়া বিভাগ হইত ও দশ গ্রামের রাজস্ব, আদায়কারীকে দশ গ্রামিক বলা হইত। কয়েকটা দশগ্রাম লইয়া একটা বিষয় হইত। বলা বাহুল্য যে, রাজস্ব-আদায়ের সুবিধার প্রতি লক্ষ্য রাখিয়া এই সমুদয় বিভাগ স্বল্প হইয়াছিল। নিম্নলিখিত পদস্থ লোকদিগকে জন স্থা ও তাহাদিগের সম্মতি লইয়া ভূমিদান করা হইয়াছে – 仑 玄{夺甘 ১৫ । নাকাধ্যক্ষ ২ । রাজনক ১৬ । বলাধ্যক্ষ ৩ । রাজপুত্ৰ ১৭ । তরিক ৪ । রাজামাত্য ১৮। শৌল্কিক ৫ বিষয়ুপতি ১৯ । গোল্মিক ৬ । ষষ্ঠাধিকৃত ২০ । তদtযুক্তক ৭ । সেনাপতি ২১। বিনিযুক্তক ৮। দণ্ডশক্তিক ২২ । ভোগপতি ৯ । দণ্ডপাশিক wo ২৩ ৷ মহামহত্তর ১• । চোরোক্করণিক < ৪ । মহত্তর ১১ । দোঃ সাধ-সাধনিক ২৫। দশ গ্রামিকাদি বা দেী:সাধিক বিষয় ব্যবহারিক ১২ । দূত ২৬। জ্যেষ্ঠ কায়স্থ ১৩ । গমাগমিক ২৭। মহাসামন্তাধিপতি * ১৪ । অভিত্ত্বিরমাণ

  • প্রাচীনকালে, এমন কি রামায়ণের যুগে, অষ্টাদশজন প্রধান, রাজতন্ত্রে সৰ্ব্বেসৰ্ব্বা ছিলেন। (১) মন্ত্রী (২) পুরোহিত (৩) যুবরাজ (৪) সেনাপতি (৫) দেীবারিব