বিষয়বস্তুতে চলুন

পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়। $ 6 సె ভস্মাবশেষের উপর এই মন্দিরট নিৰ্ম্মিত হইয়াছে । ইহার নিকট যোগিগুফা নামক স্থান আছে। প্রবাদ যে, যোগি-গুফ হইতে মহাস্থানের কালীবাড়ী যাওয়ার জন্য যে একটা ভূমধ্যপথ ছিল, তাহা দেবপালের কৃতি। দেবপাল অনেক দিন রাজত্ব করেন । “ভবিষ্য ব্রহ্মখণ্ড” বলেন— দেবপাল কলির চারি হাজার বর্ষ অতীত হইলে, রাজা হইয়া অঙ্গরাজ্যে আট খানি গ্রাম স্থাপন করিবেন । বিহারের নিকট হইতে ঘোষরাবা * নামক স্থান হইতে আবিষ্কৃত ক্ষোদিত লিপি পাঠে জানা যায় যে, বরদেব নামক এক জন বৌদ্ধ পরিব্রাজক বিহারের যশোধৰ্ম্মপুরে দেবপালের অনুগ্রহে অনেক দিন অতিবাহিত করেন । উত্তরাপথের নগরহার নামক স্থান হইতে বীরদেব আসিয়াছিলেন। বীরদেব সৰ্ব্বশাস্ত্রে পারদর্শী ছিলেন। “ব্রহ্মখণ্ডে”র মতে দেবপালের পুত্রের নাম শরণ পাল । ৪র্থ রাজা—বিগ্রহপাল দেব । ৮৬৫ খৃঃ–৯০০ খৃঃ । দেবপালের পর, তদীয় ভ্রাতা জয়পালের পুত্র বিগ্রহপাল দেব সিংহাসনে আরোহণ করেন । তৎ-সম্বন্ধে মদনপাল দেবের তাম্রশাসনে আছে ;-- “শ্ৰীমদবিগ্রহপালস্তংস্থমুরজাত শত্রু ইব জাতঃ । শক্ৰবনিতা-প্রসাধন-বিলোপী বিমলাসিজলধার; ॥” নারায়ণ পালের তাম্রশাসনে আছে ;– “রিপবো যেন গুৰবীণাং বিপদামাম্পদীকৃতাঃ পুরুষায়ুষদীর্ঘাণাং সুহৃদঃ সম্পদামপি। • ঘোষ রাবার অঙ্গনাম যশোবর্ণপুর। ইহা বিচার নগ্নরের ৭ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এখানকার বিহারের নাম বজাসন বিহার এই নগরে কনোজরাজ কমলাযুদ্ধ যশোবর্শ্ব-দেৰ গৌড়পতিকে পরাজিত ও নহত করেন। তখন মগধ রাজাও, বোধ হয়, গৌড়-পতির অধীন ছিল ।