পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बर्ट श्रशांग्न । ১৩৭ ভূক্ত্যন্তঃপাতী কোটিবৰ্ষবিষয়ে হলাবৰ্ত্ত মণ্ডলের অন্তঃপাতী কোষ্ঠগিরি গ্রাম, তাম্রশাসনোল্লিখিত ভূমি। এই কোষ্ঠগিরি কোটিবর্ষ বিষয়ে অর্থাৎ দেবকোট পরগণার একটা গণনীয় গ্রাম ছিল। মহীপালের তাম্রশাসনে যে যে কৰ্ম্মচারীর উল্লেখ আছে, এই তাম্রশাসনেও সেই সেই কৰ্ম্মচারীর উল্লেখ দৃষ্ট হয় ;–কেবল ‘শৌনিক নামক কৰ্ম্মচারীর নাম নুতন পাওয়া গেল। সৌনিক বা শৌনিক শীকার জন্য কুকুর সমূহের তত্ত্বাবধায়ক অথবা কসাইখানার অধ্যক্ষ, তাহ নিশ্চয় করা দুঃসাধ্য। “ভোগভাগকর হিরণ্যাদি রাজস্বসমেত রত্নত্রয় বৰ্জ্জিত” তাম্রশাসনে এই একটা দুৰ্ব্বোধ পাঠ আছে। গ্রামের চতুঃপাশ্বস্থ গোচরণ-ভূমিও দেবভূমির অস্তর্গত হইয়াছিল। দানগ্রহীতার প্রতি গ্রামের শাস্তি-রক্ষার ভার অপিত হইয়াছিল। যাহাতে চট্টভট্ট, গৌড়, মালব, চোড়, খস, চূণ, কৃলিক, কর্ণাট ও লাটের প্রদত্ত ভূমিতে প্রবেশ করিয় অশান্তি না জন্মাইতে পারে, তাহার আদেশ দেওয়া হইয়াছে। চোড়ের নাম নুতন দেখিলাম । রাজেন্দ্র চোলের আক্রমণের পর হইতে কি চোলদিগের কতকগুলি লোক বাঙ্গলায় থাকিয়া লোক-সাধারণের অশান্তির কারণ হইয়াছিল ? এই ‘চোড়’ শব্দ হইতে সম্ভবতঃ বাঙ্গলা ভাষায় চুয়াড়’ শব্দ আসিয়াছে । দানগ্রহীতা বটেশ্বর স্বামীর পিতার নাম শৌনক স্বামী, পিতামহের নাম প্রজাপতি স্বামী ; গোত্র কোৎস, প্রবর শাণ্ডিল্য—অসিত—দেবল ; সামবেদান্তর্গত কোথমী শাখাধ্যায়ী বটেশ্বর স্বামী চম্পাহিটি গ্রাম নিবাসী ছিলেন। চম্পাহিটি গ্রাম পরে চম্পট নামে পরিচিত হইয়াছিল । চম্পটি গ্রামের নাম হইতে বারেন্দ্র ব্রাহ্মণদিগের চম্পটি গাই হইয়াছে। মহাসান্ধিবিগ্রহিক ভীমদেব এই তামশাসনের দূতক অর্থাৎ কার্যনিৰ্ব্বাহক ছিলেন। ভীমদেবের বিষয়ে আছে,—