পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

め8o গৌড়ের ইতিহাস । শুনিয়া সংগৃহীত বিবরণের কোন ঐতিহাসিক মূল্য আছে, তাহ কেহই মনে করিবেন না । তাম্রশাসন দ্বারা জানা যায় যে, ধৰ্ম্মপাল ৩২ বৎসরের কম রাজত্ব করেন নাই। প্রথম বিগ্রহপাল অন্ততঃ ১৩বৎসর, নারায়ণ পাল অন্ততঃ ১৭ বৎসর, রামপাল অন্ততঃ ১২ বৎসর,মদনপাল অন্ততঃ ৮বৎসর রাজত্ব করেন । কোন নিদর্শন দ্বারা জানা গিয়াছে যে, দ্বিতীয় বিগ্রহপাল অন্ততঃ ১২ বৎসর ও প্রথম মহীপালদেব অন্ততঃ ৪৮ বৎসর রাজত্ব করেন । ১০২৭ খৃষ্টাব্দে মহীপাল যে রাজা ছিলেন, তাহ সারনাথের শিলালিপি হইতে জানা যায়ু । মুঙ্গের হইতে প্রাপ্ত তাম্রশাসনে জানা গিয়াছে, দেবপাল অন্ততঃ ৩৩ বৎসর রাজত্ব করেন । গুণরিয়া ও রামগয়া হইতে মহেন্দ্রপাল দেবের অষ্টম ও নবম বর্ষের উৎকীর্ণ শিলালিপি হইতে জানা যায় যে, মহেন্দ্রপাল অস্তুতঃ ৯ বৎসর রাজত্ব করেন । গয়ার কৃষ্ণ-দ্বারিক মন্দিরে প্রাপ্ত শিলালিপি হইতে জানা যায়, মদনপাল অন্ততঃ পঞ্চদশ বর্ষ রাজত্ব করিয়াছিলেন পাল-বংশীয় রাজগণের গৌড়ের রাজত্ব কাল অন্ততঃ তিন শত বৎসর । ইহাদের পরাক্রম সামান্ত ছিল না । বাঙ্গলার নানাস্থানে এই বংশীয় রাজগণ শাসন পরিচালনা করিতেন । হুগলী জেলার হরিপালের সঙ্গে পালরাজগণের সংস্রব থাকিতে পারে । হরিপাল, হরিপাল-নগর স্থাপন করেন। হরিপালের পিতার নাম কুলপাল । দেশপাল, ভাগীরথীর পশ্চিম-প্রদেশের রাজা ছিলেন । ভাওয়াল অঞ্চলের কাপাসিয়ায় শিশুপাল নামক রাজা রাজত্ব করিতেন । তালিগাবাদ পরগণায় যশোপাল নামক রাজার নাম পাওয়া যায় । হরিশ্চন্দ্র সাভাড়ের রাজ্য ছিলেন * । হরিশ্চন্দ্র, শিশুপাল ও যশোপাল রাজার রাজ্য, বুড়ি

  • পূর্ব অধ্যায়ে বঙ্গদেশের বিবরণে দ্রষ্টব্য ।