পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৮০

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(tషా গৌড়ের ইতিহাস। আৰ্য্যগণের নিজ নিজ গৃহে প্রতিষ্ঠিত হোমার্থ অগ্নিস্থান সমূহ বিদায় লইতেছিল। হিন্দুধৰ্ম্মের পুনরুত্থানকালে হিন্দুপণ্ডিতেরা বৌদ্ধদেবালয়গুলিকে নিজস্ব করিয়া লইয়াছিলেন । বৌদ্ধপ্রতিমাগুলি অবিকৃতভাবে বা ঈষৎ পরিবর্তিত আকারে আপনাদের উপাস্ত দেবতাশ্রেণীর অন্তভূক্ত করিয়াছিলেন। বৌদ্ধোৎসবগুলি হিন্দু-উৎসবে পরিণত হইয়া গিয়াছিল । রথযাত্রা, দীপালী ও ভ্রাতৃদ্বিতীয়া পূর্বে বৌদ্ধোৎসব ছিল, উহা এই সময়ে হিন্দু উৎসব হইয়া যায়। চৈত্রমাসে চড়কপূজার সঙ্গে যে নীলপূজা আছে, এ দেশের স্ত্রীলোকেরা যে নীলাবতীর ব্রত করে, তাহা বৌদ্ধানুষ্ঠান। নীলপূজার দ্রব্য সামগ্ৰী অনেক সময়ে ডোমেরা পায়। ব্ৰতকথায় নীলাবতীকে স্থলুক মুলুকের নন্দ পাটনের গঙ্গাধর ও কলাবতীর কন্ত বলা হইয়াছে। ব্রতপুস্তকের রচনা অতি প্রাচীন। জেমোকান্দির কালাগ্নি রুদ্রমূৰ্ত্তি ও উদ্ধারণপুরের রুদ্র ভৈরবের মূৰ্ত্তি বুদ্ধমূৰ্ত্তির নূতন সংস্করণ । উত্তররাঢ়ে গ্রামে গ্রামে যে ধৰ্ম্মপূজা হইয়া থাকে, তাহা বুদ্ধদেবের প্রচ্ছন্ন উৎসব। বুদ্ধদেব পশ্চিমবঙ্গলায় ধৰ্ম্ম নামে পূজা পাইতেছেন। উসংপুর, চাপাই ও হাকন্দ নগরে বুদ্ধদেব প্রথম ধৰ্ম্মনামে পূজিত হন। বৌদ্ধদের শূন্তবাদের উপর ধৰ্ম্মদেবের উৎপত্তির পৌরাণিক আখ্যান প্রতিষ্ঠিত। ধৰ্ম্মদেবের পূজা-পদ্ধতি সৰ্ব্বত্র সমান নহে। এই সময়ে চীন, হুণ ও ব্রহ্মদেশের অনেক অনেক দেবতাও এদেশে প্রবেশ করিয়াছিলেন । হাড়ি ও ডোম জাতীয় আচাৰ্য্যগণ প্রথম ধৰ্ম্মের পূজক ছিলেন ; পরে ব্রাহ্মণের দেবতার পূজাপদ্ধতি ঈষৎ পরিবর্তিত করিয়া নিজেরা পুরোহিত হইয়াছেন। মালদহ জেলার অন্তর্গত গাজোলের কালী এখনও হাড়ি পুরোহিতের পূজা গ্রহণ করেন। এ কালী পূর্বে বৌদ্ধদেবী ছিলেন। সে সময়ে হাড়ি, বাউরি ও ডোম জাতির অবস্থা এখনকার মত হীন ছিল না। উড়িষ্যার বাউরি জাতি ব্রাহ্মণদিগের সহিত