পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>心8 গৌড়ের ইতিহাস । ৰিয়তো নাস্তাপি দৰ্পস্তব” ; ইহার অর্থ এই যে—হে বৰ্দ্ধন তুমি স্পৰ্দ্ধাত্যাগ কর ; হে বীর, অদ্যাপি তোমার দর্প বিরত হইল না । এই বাক্যেবোধ হয়, বিজয়সেনের সহ বৰ্দ্ধন বা পুণ্ড বৰ্দ্ধন রাজের দীর্ঘকাল ব্যাপী বিবাদ চলিয়াছিল ; বৰ্দ্ধনরাজ সহজে অবনত হন নাই । পূৰ্ব্ববঙ্গ, গৌড়প্রদেশ ও দক্ষিণবঙ্গ বিজয়সেনের রাজ্যের অন্তর্গত হইয়াছিল । বল্লালসেন । (১১১৯ধৃঃ-১১৬৯ খৃঃ) । বল্লালসেন, সেনবংশের সর্বপ্রধান রাজা । বাঙ্গালার কোন হিন্দুরাজ বল্লালসেনের স্তার প্রসিদ্ধ হন নাই । ইহার কার্য্য বাঙ্গল দেশের ব্রাহ্মণ, কায়স্থ ও বৈদ্যদিগের ঘরে ঘরে অনুভূত হইয়া থাকে। আবুল ফজল লিখিয়াছেন, গৌড়দুর্গ-নিৰ্ম্মাতা বল্লালসেন পঞ্চাশ বৎসর রাজত্ব করেন । বল্লালসেন মদনপালের হস্ত হইতে গৌড়রাজ্যের উত্তরাংশ অধিকার করেন । বল্লালসেন রাজা হইয়া, আপনার রাজ্য রাঢ়, বারেন্দ্র, বঙ্গ, বাগড়ি ও মিথিলা—এই পাঁচভাগে বিভক্ত করেন, এবং প্রত্যেক ভাগে এক একজন শাসনকর্তা নিযুক্ত করেন । লক্ষ্মণসেন বয়ঃপ্রাপ্ত হইলে পূৰ্ব্ববঙ্গের ভার পান। পূৰ্ব্ব হইতে গৌড়রাজ্য রাঢ়, বঙ্গ, পুণ্ড, ও উপবঙ্গ এই কয়ট ভাগে বিভক্ত ছিল। শূরবংশের রাজত্বকালে পুণ্ড দেশের বারেন্দ্র নাম হয়, পরবর্তীকালে উপবঙ্গের বগড়ি নাম হয় () ‘দিগ্বিজয় প্রকাশ” নামক সংস্কৃত গ্রন্থে আছে ;– (১) কেহ কেহ অনুমান করেন, উহার প্রকৃতনাম বৰুদ্বীপ। বকদ্বীণ শব্দ হইতে ৰগদি নাম হয় । বগদির লোকের বাগদি নাম হয়, কিন্তু বাগদির পশ্চিমবঙ্গের জাদিম অধিবাসী। বকদ্বীপনামও কোন প্রাচীন গ্রন্থে পাই নাই ।